শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩১৫৭
সা'-এর ওজন কতটুকু?
৩১৫৭। ইব্‌ন আবী দাউদ (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ)-থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হাজ্জাজ তাঁর কাফীয (পরিমাপ বিশেষ) উমর (রাযিঃ)-কর্তৃক প্রচলিত সা’র উপর ভিত্তি করে স্থাপন করেছেন। অতএব এটি মালিক (রাহঃ) কর্তৃক উল্লিখিত আব্দুল মালিকের অনুসন্ধান ভিত্তিক অনুমান অপেক্ষা উত্তম। বিবেচিত। যেহেতু অনুমানের সাথে বাস্তবতা থাকে না।
পক্ষান্তরে ইবরাহীম (রাহঃ) ও মুসা ইবন তালহা (রাহঃ) যে অনুমানের বিষয়টি উল্লেখ করেছেন, তার সাথে বাস্তবতা রয়েছে। সুতরাং এটি উত্তম। আল্লাহর সাথেই তাওফিক চাচ্ছি। যাকাত অধ্যায়ের এখানেই সমাপ্তি।
3157 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سُفْيَانُ بْنُ بِشْرٍ الْكُوفِيُّ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ مُغِيرَةَ , وَعُبَيْدَةَ , عَنْ إِبْرَاهِيمَ , قَالَ: «وَضَعَ الْحَجَّاجُ قَفِيزَهُ عَلَى صَاعِ عُمَرَ» فَهَذَا أَوْلَى مِمَّا ذَكَرَ مَالِكٌ , مِنْ تَحَرِّي عَبْدِ الْمَلِكِ , لِأَنَّ التَّحَرِّيَ لَيْسَ مَعَهُ حَقِيقَةٌ , وَمَا ذَكَرَهُ إِبْرَاهِيمُ وَمُوسَى بْنُ طَلْحَةَ مِنَ الْعِيَارِ مَعَهُ حَقِيقَةٌ. فَهَذَا أَوْلَى وَبِاللهِ التَّوْفِيقُ. تَمَّ كِتَابُ الزَّكَاةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৩১৫৭ | মুসলিম বাংলা