শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩১৫২
সা'-এর ওজন কতটুকু?
৩১৫২। ফাহাদ (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) দু' রিতল পরিমাণ পানি দ্বারা উযূ এবং এক সা’ পরিমাণ পানি দ্বারা গােসল করতেন। এই আনাস (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর মুদ দু' রিতল পরিমাণ এবং সা’ চার মুদ পরিমাণ। যেহেতু মুদের পরিমাণ দু’রিতল প্রমাণিত হলাে, তাই সা'র পরিমাণ আট রিতল সাব্যস্ত হবে। কোন প্রশ্ন উত্থাপনকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে এর পরিপন্থী হাদীস বর্ণিত আছে, যা নিম্নরূপঃ
3152 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى , عَنْ عَبْدِ اللهِ , يَعْنِي ابْنَ جُبَيْرٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , يَتَوَضَّأُ بِرَطْلَيْنِ , وَيَغْتَسِلُ بِالصَّاعِ» فَهَذَا أَنَسٌ قَدْ أَخْبَرَ أَنَّ مُدَّ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَطْلَانِ , وَالصَّاعُ أَرْبَعَةُ أَمْدَادٍ. فَإِذَا ثَبَتَ أَنَّ الْمُدَّ رَطْلَانِ , ثَبَتَ أَنَّ الصَّاعَ ثَمَانِيَةُ أَرْطَالٍ. فَإِنْ قَالَ قَائِلٌ: فَإِنَّ أَنَسَ بْنَ مَالِكٍ , قَدْ رُوِيَ عَنْهُ خِلَافُ هَذَا

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, অযু-গোসলের সময় যথা সম্ভব পানি কম খরচ করা এবং অপচয় রোধ করা একান্ত জরুরী। এটাই হানাফী মাযহাবের মত। শামী: ১/১৫৮)
tahqiqতাহকীক:তাহকীক চলমান