শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩১৫১
সা'-এর ওজন কতটুকু?
৩১৫১। ইবন আবী ইমরান (রাহঃ) ..... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এক মুদ পরিমাণ পানি দ্বারা উযূ করতেন আর তা হচ্ছে দু' রিতল পরিমাণ।
3151 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ الْحَمِيدِ الْحِمَّانِيُّ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى , عَنِ ابْنِ جُبَيْرٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ بِالْمُدِّ , وَهُوَ رَطْلَانِ»
