শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩১৫০
সা'-এর ওজন কতটুকু?
৩১৫০। আবু বাকরা (রাহঃ) ..... উম্মু সালামা (রাযিঃ) এর আযাদকৃত গােলাম সাফীনা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ কে এক সা' পরিমাণ পানি উত্তমভাবে গােসল করাতাে এবং এক মুদ পরিমাণ পানি উযূ করাতো।
এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ'র এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল করতেন। কিন্তু তাতে সা’র ওজনের পরিমাণ কতটুকু তার উল্লেখ নেই। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত মুজাহিদ (রাহঃ)-এর হাদীসে কতটুকু পানি দিয়ে তিনি গােসল করতেন তার ওজন উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে আট রতল। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত উরওয়া (রাহঃ)-এর হাদীসে এসেছে যে, তিনি এবং রাসূলুল্লাহ এক পাত্র থেকে গােসল করেছেন, তা হচ্ছে ‘ফারাক। আর এই হাদীসে বর্ণিত হয়েছে যে, তারা উভয়ে বিশেষভাবে ঐ পাত্র থেকে গােসল করেছেন। কিন্তু তাতে যে পানি দিয়ে তারা গােসল করেছেন তার পরিমাণ উল্লেখ করা হয়নি। পক্ষান্তরে অপরাপর হাদীসে পানির পরিমাণ উল্লেখ করা হয়েছে যা দিয়ে তিনি গােসল করেছেন। তা ছিলাে এক সা' পরিমাণ। এতে এই সমস্ত হাদীসের বিশুদ্ধতা প্রমাণিত হলাে এবং এগুলাের মর্মাবলী সমন্বিত ও উদ্ভাসিত হওয়া সাব্যস্ত হলাে যে, তিনি যে পাত্র থেকে গােসল করতেন তা হচ্ছে ‘ফারাক' এবং সা’ পরিমাণ পানি দিয়ে এবং যার ওজন হচ্ছে আট রিতল। এতে সেই বিষয় বস্তু স্থির হলাে, যা ইমাম আবু হানীফা (রাহঃ) গ্রহণ করেছেন।
আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত আছে, যা এই মর্মের প্রমাণ বহন করে?
এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ'র এক সা' পরিমাণ পানি দিয়ে গােসল করতেন। কিন্তু তাতে সা’র ওজনের পরিমাণ কতটুকু তার উল্লেখ নেই। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত মুজাহিদ (রাহঃ)-এর হাদীসে কতটুকু পানি দিয়ে তিনি গােসল করতেন তার ওজন উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে আট রতল। আর আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত উরওয়া (রাহঃ)-এর হাদীসে এসেছে যে, তিনি এবং রাসূলুল্লাহ এক পাত্র থেকে গােসল করেছেন, তা হচ্ছে ‘ফারাক। আর এই হাদীসে বর্ণিত হয়েছে যে, তারা উভয়ে বিশেষভাবে ঐ পাত্র থেকে গােসল করেছেন। কিন্তু তাতে যে পানি দিয়ে তারা গােসল করেছেন তার পরিমাণ উল্লেখ করা হয়নি। পক্ষান্তরে অপরাপর হাদীসে পানির পরিমাণ উল্লেখ করা হয়েছে যা দিয়ে তিনি গােসল করেছেন। তা ছিলাে এক সা' পরিমাণ। এতে এই সমস্ত হাদীসের বিশুদ্ধতা প্রমাণিত হলাে এবং এগুলাের মর্মাবলী সমন্বিত ও উদ্ভাসিত হওয়া সাব্যস্ত হলাে যে, তিনি যে পাত্র থেকে গােসল করতেন তা হচ্ছে ‘ফারাক' এবং সা’ পরিমাণ পানি দিয়ে এবং যার ওজন হচ্ছে আট রিতল। এতে সেই বিষয় বস্তু স্থির হলাে, যা ইমাম আবু হানীফা (রাহঃ) গ্রহণ করেছেন।
আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত আছে, যা এই মর্মের প্রমাণ বহন করে?
3150 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا بِشْرٌ , قَالَ: ثنا أَبُو رَيْحَانَةَ , عَنْ سَفِينَةَ , مَوْلَى أُمِّ سَلَمَةَ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغَسِّلُهُ الصَّاعُ مِنَ الْمَاءِ , وَيُوَضِّئُهُ الْمُدُّ مِنَ الْمَاءِ» فَفِي هَذِهِ الْآثَارِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , كَانَ يَغْتَسِلُ بِصَاعٍ , وَلَيْسَ فِيهِ مِقْدَارٌ وَزْنِ الصَّاعِ كَمَا هُوَ؟ وَفِي حَدِيثِ مُجَاهِدٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا ذِكْرُ وَزْنِ مَا كَانَ يَغْتَسِلُ بِهِ , وَهُوَ ثَمَانِيَةُ أَرْطَالٍ. وَفِي حَدِيثِ عُرْوَةَ «عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ هِيَ وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ , هُوَ الْفَرَقُ» فَفِي هَذَا الْحَدِيثِ , ذَكَرَ مَا كَانَا يَغْتَسِلَانِ مِنْهُ خَاصَّةً , وَلَيْسَ فِيهِ ذِكْرُ مِقْدَارِ الْمَاءِ الَّذِي كَانَا يَغْتَسِلَانِ بِهِ. وَفِي الْآثَارِ الْأُخَرِ , ذِكْرُ مِقْدَارِ الْمَاءِ الَّذِي كَانَ يَغْتَسِلُ بِهِ , وَأَنَّهُ كَانَ صَاعًا. فَثَبَتَ بِذَلِكَ , لَمَّا صَحَّتْ هَذِهِ الْآثَارُ , وَجُمِعَتْ وَكُشِفَتْ مَعَانِيهَا، أَنَّهُ كَانَ يَغْتَسِلُ مِنْ إِنَاءٍ هُوَ الْفَرَقُ , وَبِصَاعٍ وَزْنُهُ ثَمَانِيَةُ أَرْطَالٍ , فَثَبَتَ بِذَلِكَ مَا ذَهَبَ إِلَيْهِ أَبُو حَنِيفَةَ رَحِمَهُ اللهُ. وَقَدْ قَالَ بِذَلِكَ أَيْضًا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ. وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ أَيْضًا , مَا يَدُلُّ عَلَى هَذَا الْمَعْنَى
