শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৯৮৬
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৮৬। ইবন আবু দাউদ (রাহঃ) ….. উম্মু-আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম (ﷺ) আয়েশা (রাযিঃ)-এর নিকট প্রবেশ করলেন। তিনি বললেন, "তােমাদের নিকট (খাওয়ার) কিছু আছে" ? তিনি বললেন, না, তবে কিছু বকরীর গোশত আমাদের জন্য নুসায়বা (উম্মু আতিয়্যা রা) প্রেরণ করেছেন যা তাঁর নিকট সাদাকা হিসাবে প্রেরিত হয়েছে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, নিশ্চয় তা তো লক্ষ্য স্থানে (বৈধতায়) পৌঁছে গেছে।
2986- حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , قَالَ: ثنا خَالِدٌ الْحَذَّاءُ , عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ , عَنْ أُمِّ عَطِيَّةَ , قَالَتْ: " دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ شَيْءٌ» قَالَتْ: لَا إِلَّا شَيْءٌ بَعَثَتْ بِهِ إِلَيْنَا نُسَيْبَةُ مِنَ الشَّاةِ الَّتِي بُعِثَتْ إِلَيْهَا مِنَ الصَّدَقَةِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا قَدْ بَلَغَتْ مَحِلَّهَا»
