শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৯৮৪
আন্তর্জাতিক নং: ২৯৮৫
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৮৪-৮৫। ইবন আবী দাউদ (রাহঃ) ….. জুওয়ায়রীয়া বিনতুল হারিস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার জনৈক দাসীকে কিছু গোশত সাদাকা দেয়া হয়। রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নিকট আসলেন এবং বললেন, তোমাদের কাছে কি রাতের খাবার আছে ? আমি বললাম, 'হে আল্লাহর রাসূল! আমার অমুক দাসীকে কিছু গোশত সাদাকা দেয়া হয়েছে, সে তা আমাকে হাদিয়া দিয়েছে, আপনি তো সাদাকা খান না। তিনি বললেন, তা তো লক্ষ্য স্থানে পৌঁছে গেছে। অতএব তা নিয়ে এসো, এবং এর থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) আহার করেছেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ..... জুওয়ায়রীয়া (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ..... জুওয়ায়রীয়া (রাযিঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
2984 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ , عَنْ جُوَيْرِيَةَ بِنْتِ الْحَارِثِ , قَالَتْ: تُصُدِّقَ عَلَى مَوْلَاةٍ لِي بِعُضْوٍ مِنْ لَحْمٍ , فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «هَلْ عِنْدَكُمْ مِنْ عَشَاءٍ؟» . فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَوْلَاتِي فُلَانَةُ تُصُدِّقَ عَلَيْهَا بِعُضْوٍ مِنْ لَحْمٍ , فَأَهْدَتْهُ لِي وَأَنْتَ لَا تَأْكُلُ الصَّدَقَةَ. فَقَالَ: «قَدْ بَلَغَتْ مَحِلَّهَا فَهَاتِيهِ أَيْ نَاوِلِينِيهِ فَأَكَلَ مِنْهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» .
2985 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: ثنا الزُّهْرِيُّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ السَّبَّاقِ , عَنْ جُوَيْرِيَةَ , مِثْلَهُ
2985 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا سُفْيَانُ قَالَ: ثنا الزُّهْرِيُّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ بْنُ السَّبَّاقِ , عَنْ جُوَيْرِيَةَ , مِثْلَهُ
