শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৯৮৩
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৮৩। আালী (রাযিঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বারীরা (রাযিঃ)-কে সাদাকা দেয়া হয়, তিনি তা থেকে আয়েশা (রাযিঃ)-এর জন্য হাদিয়া পাঠান। আয়েশা (রাযিঃ) তা নবী করীম (ﷺ) কে বললে তিনি বললেনঃ এটি আমাদের জন্য হাদিয়া এবং তার জন্য সাদাকা।
2983 - حَدَّثَنَا عَلِيٌّ , قَالَ: ثنا عَفَّانَ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا قَتَادَةُ , عَنْ عِكْرِمَةَ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ بِصَدَقَةٍ فَأَهْدَتْ مِنْهَا لِعَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هُوَ لَنَا هَدِيَّةٌ , وَلَهَا صَدَقَةٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯৮৩ | মুসলিম বাংলা