শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৯৮১
আন্তর্জাতিক নং: ২৯৮২
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৮১-৮২। ইউনুস (রাহঃ) ..... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) (ঘরে) প্রবেশ করলেন। (তখন ঘরে) গোশত ও তরকারী ভর্তি ডেকচি উতরাচ্ছিল। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমি কি ডেকচি দেখছি না, যাতে গোশত রয়েছে ? তাঁরা (গৃহবাসী) বললেন, জ্বী, হ্যাঁ, হে আল্লাহর রাসূল! কিন্তু তা বারীরা (রাযিঃ)-এর প্রতি সাদাকাকৃত গোশত; কিন্তু আপনি তো সাদাকা খান না। এতে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, এটি তার জন্য সাদাকা এবং আমাদের জন্য হাদিয়া।
আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) …. রবী'আ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) …. রবী'আ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
2981 - حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا أَخْبَرَهُ , عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ , عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: " دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْبُرْمَةُ تَفُورُ بِلَحْمٍ وَأُدْمٍ مِنْ أُدْمِ الْبَيْتِ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَمْ أَرَ بُرْمَةً فِيهَا لَحْمٌ؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللهِ , وَلَكِنَّ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ , وَأَنْتَ لَا تَأْكُلُ الصَّدَقَةَ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: هُوَ صَدَقَةٌ عَلَيْهَا , وَهُوَ لَنَا هَدِيَّةٌ ".
2982 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ , عَنْ رَبِيعَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2982 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ , قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ , عَنْ رَبِيعَةَ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
