শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৯৮০
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৮০। ফাহাদ (রাহঃ) ….. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী করীম (ﷺ) একবার আমার ঘরে প্রবেশ করলেন। তখন ঘরে একটি বকরীর ঝুলন্ত পা বিদ্যমান ছিল। তিনি বললেন, এটি কী ? আমি বললাম, এটি বারীরা (রাযিঃ)-কে সাদাকা দেয়া হয়েছে, সে আমাদেরকে তা হাদিয়া দিয়েছে। তিনি বললেন, এটি তার জন্য সাদাকা এবং আমাদের জন্য হাদিয়া। তারপর তিনি ভুনা করার নির্দেশ দিলে তা ভুনা করা হয়।
2980 - حَدَّثَنَا بِذَلِكَ فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ , قَالَ: أنا شَرِيكٌ , عَنْ مَنْصُورٍ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ , قَالَتْ: " دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفِي الْبَيْتِ رِجْلُ شَاةٍ مُعَلَّقَةٍ , فَقَالَ: مَا هَذِهِ؟ فَقُلْتُ: تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ فَأَهْدَتْهُ لَنَا. فَقَالَ: «هُوَ عَلَيْهَا صَدَقَةٌ , وَهُوَ لَنَا هَدِيَّةٌ. ثُمَّ أَمَرَ بِهَا فَشُوِيَتْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯৮০ | মুসলিম বাংলা