শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৯৬৩
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৬৩। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ) ..... রাসূলুল্লাহ্ (ﷺ)-এর আযাদকৃত গোলাম আবু রাফি' (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বনু মাখযুমের জনৈক ব্যক্তিকে সাদাকা (যাকাত) উসূল করার জন্য প্রেরণ করেন। সে ব্যক্তি আবু রাফি' (রাযিঃ)-কে বলল, আমার সাথে চল, তাহলে যাকাতের অংশ তুমিও লাভ করবে। তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছ থেকে অনুমতি নিতে হবে। তিনি নবী করীম (ﷺ) -এর নিকট এসে তা তাঁকে জানালেন। তিনি বললেনঃ মুহাম্মাদ (ﷺ)-এর পরিবারের জন্য সাদাকা হালাল নয় । আর স্মরণ রাখ, কোন সম্প্রদায়ের আযাদকৃত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত।
2963 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنِ ابْنِ أَبِي رَافِعٍ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ، فَقَالَ لِأَبِي رَافِعٍ: اصْحَبْنِي كَيْمَا تُصِيبَ مِنْهَا. فَقَالَ: حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ , فَقَالَ: «إِنَّ آلَ مُحَمَّدٍ لَا يَحِلُّ لَهُمُ الصَّدَقَةُ , وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ»
