শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৪. যাকাতের অধ্যায়
হাদীস নং: ২৯৬৪
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৬৪। রবী'উল মুয়াযযিন (রাহঃ) ..... আতা ইবনুুচ্ছায়িব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার উম্মু কুলসূম বিনত আলী (রাহঃ)-এর নিকট গেলাম, তিনি বলেন, হুরমুখ বা কায়সান নামক আমাদের এক আযাদকৃত গোলাম আমাকে বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, তিনি আমাকে ডাকলেন, আমি আসলাম। তিনি বললেন, হে অমুকের পিতা, আমরা আহলে বায়ত আমাদেরকে সাদাকা খেতে নিষেধ করা হয়েছে। আর জেনে রেখ, কোন সম্প্রদায়ের আযাদকৃত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত (তাদের মধ্যে গণ্য), অতএব সাদাকা খাবে না।
2964 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ , قَالَ: ثنا أَسَدٌ , قَالَ: ثنا وَرْقَاءُ بْنُ عُمَرَ , عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ , قَالَ: " دَخَلْتُ عَلَى أُمِّ كُلْثُومٍ بِنْتِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُمَا، فَقَالَتْ: إِنَّ مَوْلًى لَنَا يُقَالُ لَهُ هُرْمُزُ , أَوْ كَيْسَانُ أَخْبَرَنِي أَنَّهُ مَرَّ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَدَعَانِي فَجِئْتُ، فَقَالَ: «يَا أَبَا فُلَانٍ إِنَّا أَهْلُ بَيْتٍ قَدْ نُهِينَا أَنْ نَأْكُلَ الصَّدَقَةَ , وَإِنَّ مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ، فَلَا تَأْكُلِ الصَّدَقَةَ»
