শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৯৫৩
আন্তর্জাতিক নং: ২৯৫৫
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৫৩-২৯৫৫। আবু বাকরা (রাহঃ) ….. মালিক ইবন আওস ইবন হাদাছান আল-নসরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার ইবন খাত্তাব (রাযিঃ) আমার কাছে লোক পাঠিয়ে এই বলে সংবাদ দেন যে, তোমার সম্প্রদায়ের কিছু সংখ্যক পরিবার মদীনায় উপস্থিত হয়েছে আমরা তাদের জন্য সামান্য কিছু অনুদানের হুকুম দিয়েছি, তুমি তা তাদের মধ্যে বন্টন করে দাও। আমি এই অবস্থায় রয়েছি, এমন সময় তাঁর নিকট (তাঁর খাদেম) ইয়ারফা এসে বলল, 'উসমান (রাযিঃ), আব্দুর রহমান (রাযিঃ), সা'দ (রাযিঃ) ও যুবায়র (রাযিঃ) (আর তিনি বলেন, তালহা রা-এর কথা উল্লেখ করেছে কি-না জানি না) তাঁরা আপনার নিকট আসার জন্য অনুমতি চাচ্ছেন। তিনি তাকে বললেন, তাঁদেরকে অনুমতি দাও। তিনি বলেন, তারপর আমরা কিছুক্ষণ অবস্থান করলাম, খাদেম বলল, এই তাে আব্বাস (রাযিঃ) ও আলী (রাযিঃ) আপনার নিকট (আসার জন্য) অনুমতি চাঁচ্ছেন, তিনি বললেন, তাদের উভয়কে অনুমতি দাও। আব্বাস (রাযিঃ) প্রবেশ করে বললেন, 'হে আমীরুল মু'মিনীন, আমার ও এই ব্যক্তির মাঝে মীমাংসা করে দিন। তাঁরা উভয়ে তখন বনুনাযীরের সে সম্পদ নিয়ে বিবাদে লিপ্ত হন, যা আল্লাহ তা'আলা তাঁর রাসূল (ﷺ)কে দান করেছিলেন। লোকেরা বলল, হে আমীরুল মু'মিনীন! তাঁদের উভয়ের মাঝে মীমাংসা করে দিন এবং তাঁদের প্রত্যেককে অপর থেকে আশ্বস্ত করুন। উমর (রাযিঃ) বললেন, যে আল্লাহ্ তা'আলার অনুমতিক্রমে আসমান ও যমীন প্রতিষ্ঠিত, তাঁর কসম দিয়ে বলছি, আপনারা কি জানেন না যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমাদের কেউ ওয়ারিছ হয় না, আমরা যা রেখে যাই তা সাদাকা হিসাবে গণ্য হয় ? তাঁরা বলেন, (হ্যাঁ) তিনি অবশ্যই তা বলেছেন। তারপর তিনি তাঁদের উভয়কে অনুরূপ (প্রশ্ন রেখে) বললেন এবং তাঁরা হ্যাঁ সূচক উত্তর দিলেন। তিনি বলেন, আমি অবশ্যই আপনাদেরকে অতিসত্বর এই ‘ফায়’ (সম্পদের) বিষয়ে সংবাদ দিচ্ছি। আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ) কে এরূপ কিছু বস্তু (সম্পদ) দানে 'খাস' করেছেন, যা অন্য কাউকে দেননি।
আল্লাহ তা'আলা বলেনঃ

وَمَا أَفَاءَ اللهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوَجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ

'আল্লাহ (তা'আলা) ইয়াহুদীদের নিকট থেকে তাঁর রাসূলকে যে 'ফায়' দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে আরোহণ করে যুদ্ধ কর নি। (সূরা ৫৯ঃ ৬)
বস্তুত এটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য খাস ছিল। তারপর আল্লাহর কসম, আপনাদের থেকে তা আটকে রাখব না এবং এতে আপনাদের উপরে অন্য কাউকে প্রাধান্য দেব না। রাসূলুল্লাহ্ (ﷺ) তা আপনাদের মাঝে বন্টন করেছেন এবং সম্প্রসারিত করেছেন। তারপর তার থেকে এই সম্পদ অবশিষ্ট রয়েছে। তিনি এর থেকে তাঁর পরিবারের এক বছরের খোরপোশ (বাবদ) খরচ করতেন। তারপর এর অবশিষ্ট সম্পদ জমা হতো। আর তিনি আল্লাহ তা'আলার সম্পদকে জমা করেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইন্তিকালের পর আবু বকর (রাযিঃ) বললেন, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে মুতাওয়াল্লী। আর রাসূলুল্লাহ্ (ﷺ) এতে যা করতেন আমি তাই করব। তারপর (অবশিষ্ট) হাদীস উল্লেখ করেছেন।

আবু বাকরা (রাহঃ) ….. ইবন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন এবং তিনি সাব্যস্ত করেছেন যে, তালহা (রাযিঃ) আগন্তুকদের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু তিনি 'তা তোমাদের মধ্যে সম্প্রসারিত করেছেন' বলেননি।

ইয়াযীদ ইবন সিনান (রাহঃ) ও আবু উমাইয়া (রাহঃ) ..... ইবন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন এবং তিনি (নিম্মোক্ত বাক্যটি) বলেছেনঃ তিনি ই-এর থেকে পরিবারের জন্য খরচ করতেন।
2953 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا حُسَيْنُ بْنُ مَهْدِيٍّ , قَالَ: ثنا عَبْدُ الرَّزَّاقِ , قَالَ أنا مَعْمَرٌ , عَنِ الزُّهْرِيِّ , قَالَ: أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَوْسِ بْنِ الْحَدَثَانِ الْنَصْرِيُّ , قَالَ أَرْسَلَ إِلَيَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ , فَقَالَ: إِنَّهُ قَدْ حَضَرَ الْمَدِينَةَ أَهْلُ أَبْيَاتٍ مِنْ قَوْمِكَ، وَقَدْ أَمَرْنَا لَهُمْ بِرَضْخٍ فَاقْسِمْهُ فِيهِمْ. فَبَيْنَا أَنَا كَذَلِكَ إِذْ جَاءَهُ يَرْفَأُ فَقَالَ: هَذَا عُثْمَانُ , وَعَبْدُ الرَّحْمَنِ , وَسَعْدٌ , وَالزُّبَيْرُ , وَلَا أَدْرِي أَذَكَرَ طَلْحَةَ أَمْ لَا , يَسْتَأْذِنُونَ عَلَيْكَ. فَقَالَ: ائْذَنْ لَهُمْ. قَالَ ثُمَّ مَكَثْنَا سَاعَةً , فَقَالَ: هَذَا الْعَبَّاسُ وَعَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُمَا يَسْتَأْذِنَانِ عَلَيْكَ , فَقَالَ: ائْذَنْ لَهُمَا. فَلَمَّا دَخَلَ الْعَبَّاسُ قَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ اقْضِ بَيْنِي وَبَيْنَ هَذَا الرَّجُلِ , وَهُمَا حِينَئِذٍ فِيمَا أَفَاءَ اللهُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَمْوَالِ بَنِي النَّضِيرِ. فَقَالَ الْقَوْمُ: اقْضِ بَيْنَهُمَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَأَرِحْ كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِنْ صَاحِبِهِ. فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: أَنْشُدُكُمُ اللهَ أَيْ أَسْأَلُكُمْ بِاللهِ الَّذِي بِإِذْنِهِ تَقُومُ السَّمَاوَاتُ وَالْأَرْضُ , أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا نُورَثُ , مَا تَرَكْنَا صَدَقَةٌ» ؟ قَالُوا: قَدْ قَالَ ذَلِكَ. ثُمَّ قَالَ لَهُمَا مِثْلَ ذَلِكَ , فَقَالَا: نَعَمْ. قَالَ: فَإِنِّي سَأُخْبِرُكُمْ عَنْ هَذَا الْفَيْءِ، إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ خَصَّ نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ لَمْ يُعْطِهِ غَيْرَهُ , فَقَالَ: { «وَمَا أَفَاءَ اللهُ عَلَى رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوَجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ» } [الحشر: 6] فَكَانَتْ هَذِهِ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً، ثُمَّ وَاللهِ مَا احْتَازَهَا دُونَكُمْ وَلَا اسْتَأْثَرَ بِهَا عَلَيْكُمْ , وَلَقَدْ قَسَمَهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَكُمْ وَبَثَّهَا فِيكُمْ حَتَّى بَقِيَ مِنْهَا هَذَا الْمَالُ، فَكَانَ يُنْفِقُ مِنْهُ عَلَى أَهْلِهِ رِزْقَ سَنَةٍ، ثُمَّ يَجْمَعُ مَا بَقِيَ مِنْهُ، فَجَمَعَ مَالَ اللهِ عَزَّ وَجَلَّ. فَلَمَّا قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو بَكْرٍ: أَنَا وَلِيُّ رَسُولِ اللهِ بَعْدَهُ أَعْمَلُ فِيهَا بِمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْمَلُ. ثُمَّ ذَكَرَ الْحَدِيثَ.

2954 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا سُفْيَانُ , قَالَ: ثنا عَمْرُو بْنُ دِينَارٍ , عَنِ ابْنِ شِهَابٍ , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَأَثْبَتَ أَنَّ طَلْحَةَ كَانَ فِي الْقَوْمِ وَلَمْ يَقُلْ: «وَبَثَّهَا فِيكُمْ» .

2955 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ , وَأَبُو أُمَيَّةَ , قَالَا: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , عَنِ ابْنِ شِهَابٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَقَالَ: فَكَانَ يُنْفِقُ مِنْهَا عَلَى أَهْلِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯৫৩ | মুসলিম বাংলা