শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৪. যাকাতের অধ্যায়

হাদীস নং: ২৯৫০
আন্তর্জাতিক নং: ২৯৫২
বনু হাশিমকে যাকাত প্রদান প্রসঙ্গে।
২৯৫০-২৯৫২। ফাহাদ (রাহঃ) ….. আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাযিঃ) আবু বাকর (রাযিঃ)-এর নিকট এই বলে লোক পাঠালেন যে, তিনি তাঁর কাছে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে তাঁর মীরাছ দাবি করছেন। সেই সম্পদ থেকে যা আল্লাহ তা'আলা তাঁর রাসূল (ﷺ) কে দান করেছেন। ফাতিমা (রাযিঃ) তখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মদীনা ও ফাদাকের সাদাকা এবং খায়বারের পঞ্চমাংশের অবশিষ্ট অংশ দাবি করছিলেন। আবু বাকর (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমাদের (নবীগণের) কেউ ওয়ারিছ হয় না, আমরা যা রেখে যাই তা সাদাকা হিসাবে গণ্য। এই সম্পদে মুহাম্মাদ -এর পরিবার পরিজন আহার করবে। আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাদাকার মধ্যে সেই অবস্থা থেকে কোন রূপ পরিবর্তন করব না, যা তাঁর যুগে বিদ্যমান ছিল এবং এতে আমি রাসূলুল্লাহ্ (ﷺ) যা করেছিলেন তা-ই করব।

নসর ইবন মারযূক (রাহঃ), ইবন আবী দাউদ (রাহঃ) ও রাওহ ইবনুল ফারাজ (রাহঃ) ….. ইবন শিহাব (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
2950 - فَذَكَرَ مَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ , قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنِ خَالِدِ بْنِ مُسَافِرٍ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَخْبَرَتْهُ أَنَّ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ إِلَى أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ تَسْأَلُهُ مِيرَاثَهَا مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا أَفَاءَ اللهُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَفَاطِمَةُ حِينَئِذٍ تَطْلُبُ صَدَقَةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَفَدَكٍ , وَمَا بَقِيَ مِنْ خُمُسِ خَيْبَرَ، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّا لَا نُورَثُ , مَا تَرَكْنَا صَدَقَةٌ» إِنَّمَا يَأْكُلُ آلُ مُحَمَّدٍ فِي هَذَا الْمَالِ. وَإِنِّي وَاللهِ لَا أُغَيِّرُ شَيْئًا مِنْ صَدَقَةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ حَالِهَا الَّتِي كَانَتْ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَلَأَعْمَلَنَّ فِي ذَلِكَ بِمَا عَمِلَ فِيهَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ".

2951 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ وَابْنُ أَبِي دَاوُدَ , قَالَا: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ. ح

2952 - وَحَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ , قَالَا: ثنا اللَّيْثُ , قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ , عَنِ ابْنِ شِهَابٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯৫০ | মুসলিম বাংলা