আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭- নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৭
আন্তর্জাতিক নং: ৪৮৩
৩৩০। মদীনার রাস্তার মসজিদসমূহ এবং যে সকল স্থানে নবী (ﷺ) নামায আদায় করেছিলেন
৪৬৭। মুহাম্মাদ ইবনে আবু বকর মুকাদ্দামী (রাহঃ) ..... মুসা ইবনে উকবা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি সালিম ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কে রাস্তার বিশেষ স্থান অনুসন্ধান করে সে সব স্থানে নামায আদায় করতে দেখেছি এবং তিনি বর্ণনা করতেন যে, তাঁর পিতাও এসব স্থানে নামায আদায় করতেন। আর তিনিও রাসূলুল্লাহ (ﷺ)-কে এসব স্থানে নামায আদায় করতে দেখেছেন।
মুসা ইবনে উকবা (রাহঃ) বলেনঃ নাফি (রাহঃ)-ও আমার কাছে ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন যে, তিনি সেসব স্থানে নামায আদায় করতেন। তারপর আমি সালিম (রাহঃ) কে জিজ্ঞাসা করি। আমার জানামতে তিনিও সেসব স্থানে নামায আদায়ের ব্যাপারে নাফে' (রাহঃ) এর সাথে একমত পোষণ করেছেন; তবে ‘শারাফুর-রাওহা’ নামক স্থানের মসজিদের ব্যাপারে তাঁরা ভিন্ন মত প্রকাশ করেছেন।
بَابُ الْمَسَاجِدِ الَّتِي عَلَى طُرُقِ الْمَدِينَةِ وَالْمَوَاضِعِ الَّتِي صَلَّى فِيهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
483 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ المُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ: رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا «وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ» . وَحَدَّثَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ، وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلَّا وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلَّا أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৪৬৭ | মুসলিম বাংলা