শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৯২৪
রাত্রিতে দাফন করা
২৯২৪। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ)..... জাবির (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা নবী করীম (ﷺ) খুতবা দেন। তিনি তাঁর ভাষণে জনৈক সাহাবীর বিষয় উল্লেখ করেন যে, তিনি ইন্তিকাল করলে তাঁকে অসম্পূর্ণ দাফন দেয়া হয় এবং রাতে দাফন করা হয়। তাই তিনি কোন ব্যক্তিকে রাত্রে দাফন করা থেকে সতর্ক করে দিলেন, যাতে তিনি তার উপর সালাতুল জানাযা আদায় করতে পারেন। তবে রাত্রে দাফন করতে বাধ্য হলে ভিন্ন কথা। তিনি বলেছেনঃ তোমাদের কেউ যদি তার ভাইয়ের দায়িত্বশীল হয় সে যেন তাকে সুন্দরভাবে কাফন পরায়।
সুতরাং, এই হাদীসে উভয় কারণকে একত্রিত করা হয়েছে। কেউ বলেছেন, উক্ত দুই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই রাত্রে মৃতদের উপরে সালাতুল জানাযা আদায় করতে এবং তাতে তাদের দাফন করতে কোন অসুবিধা নেই। এটি হচ্ছে, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
রাসূলুল্লাহ্(স) -এর ব্যাপারে তা করা হয়েছে, তাঁকে রাত্রে দাফন করা হয়েছে।
সুতরাং, এই হাদীসে উভয় কারণকে একত্রিত করা হয়েছে। কেউ বলেছেন, উক্ত দুই কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাই রাত্রে মৃতদের উপরে সালাতুল জানাযা আদায় করতে এবং তাতে তাদের দাফন করতে কোন অসুবিধা নেই। এটি হচ্ছে, ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এর অভিমত।
রাসূলুল্লাহ্(স) -এর ব্যাপারে তা করা হয়েছে, তাঁকে রাত্রে দাফন করা হয়েছে।
2924 - حَدَّثَنَا رَوْحٌ هُوَ ابْنُ الْفَرَجِ , قَالَ: ثنا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: خَطَبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَذَكَرَ رَجُلًا مِنْ أَصْحَابِهِ قُبِضَ , فَكُفِّنَ غَيْرَ طَائِلٍ , وَدُفِنَ لَيْلًا , فَزَجَرَ أَنْ يُقْبَرَ رَجُلٌ لَيْلًا , لِكَيْ يُصَلِّيَ عَلَيْهِ إِلَّا أَنْ يُضْطَرَّ إِلَى ذَلِكَ وَقَالَ: «إِذَا وَلِيَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيُحْسِنْ كَفَنَهُ» فَجَمَعَ فِي هَذَا يَعْنِي الْحَدِيثَ الْعِلَّتَيْنِ اللَّتَيْنِ قِيلَ: إِنَّ النَّهْيَ كَانَ مِنْ أَجَلِهِمَا , فَلَا بَأْسَ بِالصَّلَاةِ عَلَى الْمَوْتَى بِاللَّيْلِ وَدَفْنِهِمْ فِيهِ أَيْضًا. وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى. وَقَدْ فُعِلَ ذَلِكَ بِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدُفِنَ بِاللَّيْلِ
