শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৯২৩
রাত্রিতে দাফন করা
২৯২৩। আবু বাকরা (রাহঃ)..... হাসান (বসরী র) থেকে বর্ণনা করেন যে, এক সম্প্রদায় তাদের মৃতদের কাফন পরাতে ভুল করত এবং রাত্রে তাদেরকে দাফন করত। এই জন্য রাসূলুল্লাহ (ﷺ) রাত্রে দাফন করতে নিষেধ করেছেন। বস্তুত হাসান (রাহঃ) সংবাদ দিচ্ছেন যে, রাত্রে দাফন করার নিষেধাজ্ঞা এই কারণেই ছিল, রাত্রে দাফন করা মাকরূহ হওয়ার কারণে নয়। জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে।
2923 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ حُمْرَانَ، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ «أَنَّ قَوْمًا، كَانُوا يُسِيئُونَ أَكْفَانَ مَوْتَاهُمْ , فَيَدْفِنُونَهُمْ لَيْلًا , فَنَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ دَفْنِ اللَّيْلِ» فَأَخْبَرَ الْحَسَنُ أَنَّ النَّهْيَ عَنِ الدَّفْنِ لَيْلًا إِنَّمَا كَانَ لِهَذِهِ الْعِلَّةِ , لَا لِأَنَّ اللَّيْلَ يُكْرَهُ الدَّفْنُ فِيهِ. وَقَدْ رُوِيَ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ نَحْوًا مِنْ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৯২৩ | মুসলিম বাংলা