শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৮০৫
আন্তর্জাতিক নং: ২৮০৬
মৃতের সালাতুল জানাযায় ইমাম কোথায় দাঁড়াবেন?
২৮০৫-২৮০৬। ফাহাদ (রাহঃ).... আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষের মাথার নিকটে ও মহিলাদের পশ্চাদ্ভাগে (কোমর বরাবর) দাঁড়াতেন।

আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এই হাদীসে আনাস (রাযিঃ) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) পুরুষের (জানাযায়) তার মাথার নিকটে এবং মহিলার (জানাযায়) তার মাঝামাঝি (বুক বরাবর) দাঁড়াতেন, যা কিনা সামুরা (রাযিঃ)-এর হাদীসে ব্যক্তি হয়েছে। সুতরাং এতে মহিলার সালাতুল জানাযায় দাঁড়ানোর বিধান কি হবে, এ সম্পর্কে সামুরা (রাযিঃ)-এর হাদীসের সাথে সাদৃশ্য রয়েছে। আর এর উপরে পুরুষের সালাতুল জানাযায় দাঁড়ানোর বিধান সম্পর্কীয় বিধানটি অতিরিক্ত রয়েছে।অতএব ওটি (আনাস রা এর হাদীস) সামুরা (রাযিঃ)-এরহাদীসের অপেক্ষা উত্তম হবে। এই অভিমত নিম্নক্ত সনদে ইউসুফ (রাহঃ) ব্যক্ত করেছেনঃ

ইব্‌ন আবী ইমরান (রাহঃ).... আবু ইউসুফ (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। পক্ষান্তরে এ বিষয়ে তার থেকে বর্ণিত তাঁর প্রসিদ্ধ উক্তি হচ্ছে- আবু হানীফা ও মুহাম্মাদ (রাহঃ)-এর উক্তির অনুরূপ।
2805 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي غَالِبٍ، عَنْ أَنَسٍ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ عِنْدَ رَأْسِ الرَّجُلِ , وَعَجِيزَةِ الْمَرْأَةِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَبَيَّنَ أَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ الرَّجُلِ , عِنْدَ رَأْسِهِ وَمِنَ الْمَرْأَةِ مِنْ وَسَطِهَا , عَلَى مَا فِي حَدِيثِ سَمُرَةَ , فَوَافَقَ حَدِيثَ سَمُرَةَ فِي حُكْمِ الْقِيَامِ مِنَ الْمَرْأَةِ فِي الصَّلَاةِ عَلَيْهَا كَيْفَ هُوَ , وَزَادَ عَلَيْهِ حُكْمَ الرَّجُلِ فِي الْقِيَامِ مِنْهُ لِلصَّلَاةِ عَلَيْهِ , فَهُوَ أَوْلَى مِنْ حَدِيثِ سَمُرَةَ. وَقَدْ قَالَ بِهَذَا الْقَوْلِ , أَبُو يُوسُفَ رَحِمَهُ اللهُ

2806 - فِيمَا حَدَّثَنِي بِهِ ابْنُ أَبِي عِمْرَانَ , قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ شُجَاعٍ , عَنِ الْحَسَنِ بْنِ أَبِي مَالِكٍ , عَنْ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللهُ. وَأَمَّا قَوْلُهُ الْمَشْهُورُ عَنْهُ فِي ذَلِكَ , فَمِثْلُ قَوْلِ أَبِي حَنِيفَةَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمَا اللهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান