শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৮০৩
আন্তর্জাতিক নং: ২৮০৪
মৃতের সালাতুল জানাযায় ইমাম কোথায় দাঁড়াবেন?
২৮০৩-২৮০৪। ইব্ন মারযূক (রাহঃ).... আবু গালিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস ইব্ন মালিক (রাযিঃ)-কে এক ব্যক্তির সালাতুল জানাযার সালাত আদায় করতে দেখেছি, এতে তিনি তার মাঝামাঝি (বুক বরাবর) দাঁড়িয়েছিলেন। এতে আলা ইব্ন যিয়াদ তাঁকে বললেন, হে আবু হামযা! রাসূলুল্লাহ (ﷺ) কি এইরূপ করতেন? তিনি বললেন, হ্যাঁ ! এরপর আলা ইব্ন যিয়াদ (রাহঃ) আমাদের দিকে ফিরে বললেনঃ এই বিষয়টি তোমরা সংরক্ষণ কর।
আলী ইব্ন শায়বা (রাহঃ).... হাম্মাম (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন এবং তিনি নিম্নোক্ত বাক্যটি অতিরিক্ত উল্লেখ করেছেনঃ এর আলা ইব্ন যিয়াদ তাঁকে বললেন, হে আবু হামযা! যেভাবে আপনি মহিলাদের জানাযায় দাঁড়িয়েছিলেন আর সেভাবে পুরুষের জানাযায় দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) কি এভাবে দাঁড়াতেন? তিনি বললেন, হ্যাঁ।
আলী ইব্ন শায়বা (রাহঃ).... হাম্মাম (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন এবং তিনি নিম্নোক্ত বাক্যটি অতিরিক্ত উল্লেখ করেছেনঃ এর আলা ইব্ন যিয়াদ তাঁকে বললেন, হে আবু হামযা! যেভাবে আপনি মহিলাদের জানাযায় দাঁড়িয়েছিলেন আর সেভাবে পুরুষের জানাযায় দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহ (ﷺ) কি এভাবে দাঁড়াতেন? তিনি বললেন, হ্যাঁ।
2803 - بِمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ , قَالَ: ثنا هَمَّامٌ , قَالَ: ثنا أَبُو غَالِبٍ , قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ صَلَّى عَلَى جِنَازَةِ رَجُلٍ , فَقَامَ عِنْدَ رَأْسِهِ , وَجِيءَ بِجِنَازَةِ امْرَأَةٍ , فَقَامَ عِنْدَ وَسَطِهَا. فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: يَا أَبَا حَمْزَةَ , هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُ؟ قَالَ: نَعَمْ , فَالْتَفَتَ إِلَيْنَا الْعَلَاءُ بْنُ زِيَادٍ , فَقَالَ: احْفَظُوا "
2804 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَزَادَ فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: " يَا أَبَا حَمْزَةَ , هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنَ الْمَرْأَةِ حَيْثُ قُمْتَ , وَمِنَ الرَّجُلِ حَيْثُ قُمْتَ؟ قَالَ: نَعَمْ "
2804 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَزَادَ فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: " يَا أَبَا حَمْزَةَ , هَكَذَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ مِنَ الْمَرْأَةِ حَيْثُ قُمْتَ , وَمِنَ الرَّجُلِ حَيْثُ قُمْتَ؟ قَالَ: نَعَمْ "
