শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৮০৭
মৃতের সালাতুল জানাযায় ইমাম কোথায় দাঁড়াবেন?
২৮০৭। এটি আমাকে নিম্নোক্ত সনদে মুহাম্মাদ ইব্‌নুল আব্বাস (রাহঃ) বর্ণনা করেছেনঃ
মুহাম্মাদ ইব্‌নুল আব্বাস (রাহঃ) আবু হানীফা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ পুরুষ ও মহিলার সালাতুল জানাযায় বুক বরাবর দাঁড়াবে। এ বিষয়ে মুহাম্মাদ (রাহঃ) আবু হানীফা (রাহঃ) ও আবু ইউসুফ (রাহঃ)-এর মধ্যে মতবিরোধের উল্লেখ করেন নি। এই বিষয়ে ইবরাহীম নখঈ (রাহঃ) থেকে আরো বর্ণিত আছেঃ
2807 - حَدَّثَنِي بِهِ مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , عَنْ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ , عَنْ أَبِي يُوسُفَ رَحِمَهُ اللهُ , عَنْ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللهُ , قَالَ: «يَقُومُ مِنَ الرَّجُلِ وَالْمَرْأَةِ بِحِذَاءِ الصَّدْرِ» وَلَمْ يَذْكُرْ مُحَمَّدٌ بَيْنَ أَبِي حَنِيفَةَ وَأَبِي يُوسُفَ رَحِمَهُمَا اللهُ فِي ذَلِكَ خِلَافًا. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৮০৭ | মুসলিম বাংলা