শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৯৯
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৯৯। ইউনুস (রাহঃ).... আবু ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্‌ন উমর (রাযিঃ) ও নবী করীম (ﷺ)-এর সাহাবীগণ জানাযা মাটিতে রাখার পূর্বেই বসে পরতেন।
এই ইব্‌ন উমর (রাযিঃ) এমনটি করেছেন, অথচ আমির ইব্‌ন রাবী’আ (রাযিঃ) সূত্রে নবী করীম (ﷺ) থেকে এর বিপরীত বর্ণনা রয়েছে। বস্তুত তিনি যা করতেন তা তার পরিহার করায় বুঝা যাচ্ছে যে, আমির ইব্‌ন রাবী’আ (রাযিঃ) যে হাদীস বর্ণোনা করেছেন-তা রহিত হয়ে গিয়েছে।
2799 - وَقَدْ حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ عِيَاضٍ , عَنْ أُنَيْسِ بْنِ أَبِي يَحْيَى , قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: «كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا وَأَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَجْلِسُونَ قَبْلَ أَنْ تُوضَعَ الْجِنَازَةُ» فَهَذَا ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ قَدْ كَانَ يَفْعَلُ هَذَا , وَقَدْ رُوِيَ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافُ ذَلِكَ. فَدَلَّ تَرْكُهُ لِذَلِكَ إِلَى مَا كَانَ يَفْعَلُ , عَلَى ثُبُوتِ نَسْخٍ , فَأَحْدَثَهُ عَامِرُ بْنُ رَبِيعَةَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান