শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৯৮
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৯৮। ফাহাদ (রাহঃ).... যায়দ ইব্ন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা আলী (রাযিঃ)-এর সাথে জানাযার জন্য দাঁড়ানো সম্পর্কে আলোচনা করলাম। আবু মাসউদ (রাযিঃ) বললেন, আমরা দাঁড়াতাম। আলী (রাযিঃ) বললেন, যেটি তো যখন তোমরা ইয়াহুদী ছিলে।
এর অর্থ হচ্ছেঃ তাঁরা তাদের (ইয়াহুদীদের) শরীয়ত অনুযায়ী দাঁড়াতেন, তারপর তা ইসলামী শরীয়ত দ্বারা রহিত হয়ে গিয়েছে।
সুতরাং এই অনুচ্ছেদে আমরা যা বর্ণনা করেছি এর দ্বারাও একথা সাব্যস্ত হয়েছে যে, অনুচ্ছেদের শুরুভাগে আমরা রাসূলুল্লাহ (ﷺ) থেকে যে সমস্ত হাদীস জানাযার জন্য দাঁড়ানো সম্পর্কে রিওয়ায়াত করেছি, এগুলো আমাদের পরবর্তী রিওয়ায়াতকৃত হাদীস সমূহ দ্বারা রহিত হয়ে গিয়েছে।
এর অর্থ হচ্ছেঃ তাঁরা তাদের (ইয়াহুদীদের) শরীয়ত অনুযায়ী দাঁড়াতেন, তারপর তা ইসলামী শরীয়ত দ্বারা রহিত হয়ে গিয়েছে।
সুতরাং এই অনুচ্ছেদে আমরা যা বর্ণনা করেছি এর দ্বারাও একথা সাব্যস্ত হয়েছে যে, অনুচ্ছেদের শুরুভাগে আমরা রাসূলুল্লাহ (ﷺ) থেকে যে সমস্ত হাদীস জানাযার জন্য দাঁড়ানো সম্পর্কে রিওয়ায়াত করেছি, এগুলো আমাদের পরবর্তী রিওয়ায়াতকৃত হাদীস সমূহ দ্বারা রহিত হয়ে গিয়েছে।
2798 - وَقَدْ حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ الْأَصْبَهَانِيُّ , قَالَ: ثنا شَرِيكٌ , عَنْ عُثْمَانَ بْنِ أَبِي زُرْعَةَ , عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ , قَالَ: تَذَاكَرْنَا الْقِيَامَ إِلَى الْجِنَازَةِ وَعِنْدَنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ. فَقَالَ أَبُو مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ: قَدْ كُنَّا نَقُومُ , فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ: «ذَلِكَ وَأَنْتُمْ يَهُودٌ» فَمَعْنَى هَذَا أَنَّهُمْ كَانُوا يَقُومُونَ عَلَى شَرِيعَتِهِمْ , ثُمَّ نُسِخَ ذَلِكَ بِشَرِيعَةِ الْإِسْلَامِ فِيهِ. وَقَدْ ثَبَتَ بِمَا وَصَفْنَا فِي هَذَا الْبَابِ أَيْضًا نَسْخُ مَا رَوَيْنَاهُ فِي أَوَّلِهِ , مِنَ الْآثَارِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فِي الْقِيَامِ لِلْجِنَازَةِ , بِالْآثَارِ الَّتِي رَوَيْنَاهَا بَعْدَ ذَلِكَ
