শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৯৪
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৯৪। এই বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীস দ্বারা দলীল পেশ করেনঃ
আবু বাকরা (রাহঃ).... উবাদা ইব্‌নুস সামিত (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি নবী করীম (ﷺ)-এর আলোচনা প্রসঙ্গে বললেনঃ নবী করীম (ﷺ) যখন কোনো জানাযার পিছনে যেতেন, তখন (কবরে) জানাযা না রাখা পর্যন্ত বসতেন না। রাবী বলেন, পরে ইয়াহুদী পন্ডিতদের এক পন্ডিত নবী করীম (ﷺ)-এর সম্মুখে এসে বলল, হে মুহাম্মাদ, আমরাও তো এরূপ করে থাকি। এরপর থেকে রাসূলুল্লাহ (ﷺ) জানাযা রাখার আগেই বসে পড়তে লাগলেন এবং বললেন, তোমরা এদের বিরোধিতা করবে। বস্তুত আমাদের মতে এই হাদীস তাঁদের মতের পক্ষে প্রমাণ বহন করে না। যেহেতু রাসূলুল্লাহ (ﷺ) থেকে নিম্নোক্ত হাদীস বর্নিত আছে।
2794 - وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا صَفْوَانُ بْنُ عِيسَى , قَالَ: ثنا بِشْرُ بْنُ رَافِعٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ سُلَيْمَانَ , عَنْ أَبِيهِ , عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ , عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اتَّبَعَ جِنَازَةً , لَمْ يَجْلِسْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ. قَالَ: فَعَرَضَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَبْرٌ مِنْ أَحْبَارِ الْيَهُودِ فَقَالَ: يَا مُحَمَّدُ هَكَذَا نَفْعَلُ. قَالَ: فَجَلَسَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «خَالِفُوهُمْ» وَلَيْسَ هَذَا الْحَدِيثُ عِنْدَنَا يَدُلُّ عَلَى مَا ذَهَبُوا إِلَيْهِ , لِأَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ رُوِيَ عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৯৪ | মুসলিম বাংলা