শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৯৩
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৯৩। ইব্ন মারযূক (রাহঃ)....আলী ইব্ন আবী তালিব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ) কে দাঁড়াতে দেখেছি, আমরাও দাঁড়িয়েছি এবং তাঁকে বসে থাকতে দেখেছি, আমরাও বসে থেকেছি।
আমদের উল্লেখিত বর্ণনার দ্বারা প্রমাণিত হল যে, জানাযার জন্য দাঁড়ানো প্রাথমিক অবস্থায় ছিলো, পরবর্তীতে তা রহিত হয়ে গিয়েছে। এক দল বলেছেনঃ আহলে কিতাবদের বিরোধিতার জন্য তা রহিত হয়েছে।
আমদের উল্লেখিত বর্ণনার দ্বারা প্রমাণিত হল যে, জানাযার জন্য দাঁড়ানো প্রাথমিক অবস্থায় ছিলো, পরবর্তীতে তা রহিত হয়ে গিয়েছে। এক দল বলেছেনঃ আহলে কিতাবদের বিরোধিতার জন্য তা রহিত হয়েছে।
2793 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ مَسْعُودِ بْنِ الْحَكَمِ، عَنْ " عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «رَأَيْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فَقُمْنَا , وَرَأَيْنَاهُ قَعَدَ فَقَعَدْنَا» فَقَدْ ثَبَتَ بِمَا ذَكَرْنَا أَنَّ الْقِيَامَ لِلْجِنَازَةِ قَدْ كَانَ ثُمَّ نُسِخَ. فَقَالَ قَوْمٌ: إِنَّمَا نُسِخَ ذَلِكَ لِخِلَافِ أَهْلِ الْكِتَابِ
