শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৯২
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৯২। ফাহাদ (রাহঃ).... ইসমাঈল ইব্‌নুল হাকাম ইব্‌ন মাসউদ আয যুরাকী (রাহঃ) তার পিতা হাকাম ইব্‌ন মাসউদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি ইরাকে এক জানাযায় উপস্থিত হই। তাতে কিছুসংখ্যক লোককে দেখলাম তা মাটিতে রাখার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর আলী ইব্‌ন আবী তালিব (রাযিঃ)-কে দেখলাম, তাদেরকে বসার জন্য ইশারা করছেন, যেহেতু নবী করিম (ﷺ) দাঁড়ানোর (বিধানের পর) পরবর্তীতে বসার জন্য হুকুম করেছেন।
2792 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا ابْنُ أَبِي مَرْيَمَ، قَالَ: أنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ الْحَكَمِ بْنِ مَسْعُودٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: «شَهِدْتُ جِنَازَةً بِالْعِرَاقِ , فَرَأَيْتُ رِجَالًا قِيَامًا يَنْتَظِرُونَ أَنْ تُوضَعَ , وَرَأَيْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ يُشِيرُ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَنَا بِالْجُلُوسِ بَعْدَ الْقِيَامِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৯২ | মুসলিম বাংলা