শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৮৭
কোন জনগোষ্ঠীর কাছ দিয়ে জানাযা অতিক্রম করলে এর জন্য তারা দাঁড়াবে কি না?
২৭৮৭। ইব্‌ন মারযূক (রাহঃ).... হাসান (রাযিঃ) ও ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে অথবা তাঁদের কোন একজন থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছ দিয়ে এক ইয়াহুদীর জানাযা যাচ্ছিল। তিনি এর জন্য দাঁড়িয়ে ছিলেন এবং বলেছিলেনঃ আমাকে এর দুর্গন্ধ কষ্ট দিচ্ছিলো।’

এই হাদীসের দ্বারা প্রমাণিত হয় যে, তাঁর দাঁড়ানো ছিলো এর থেকে দূরুত্বে অবস্থানের জন্য, যেহেতু এর দুর্গন্ধ তাঁকে কষ্ট দিচ্ছিল, অন্য কারণে নয়।

আর সালাতুল জানাযা’র জন্য তাঁর দাঁড়ানো সম্পর্কে যে হাদীস বর্ণিত আছে তা নিম্নরুপঃ
2787 - وَمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا أَبُو عَاصِمٍ , عَنِ ابْنِ جُرَيْجٍ , قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عُمَرَ يُحَدِّثُ عَنِ الْحَسَنِ، وَابْنٍ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , أَوْ عَنْ أَحَدِهِمَا: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مَرَّتْ بِهِ جِنَازَةُ يَهُودِيٍّ , فَقَامَ لَهَا وَقَالَ: «آذَانِي رِيحُهَا» فَدَلَّ هَذَا الْحَدِيثُ عَلَى أَنَّ قِيَامَهُ كَانَ لَمَّا آذَاهُ رِيحُهَا لِيَتَبَاعَدَ عَنْهُ , لَا لِغَيْرِ ذَلِكَ. وَأَمَّا مَا رُوِيَ مِنْ قِيَامِهِ لِجِنَازَةٍ إِنَّمَا كَانَ لِيُصَلِّيَ عَلَيْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৮৭ | মুসলিম বাংলা