শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৬৩
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৬৩। ইব্‌ন আবী দাউদ (রাহঃ).... হারিস ইব্‌ন আবী রবী’আ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) কে তাঁর মৃত নসরাণী উম্মুওয়ালাদ দাসীর (সৎকারের) বিষয়ে জিজ্ঞাসা করেছেন। ইব্‌ন উমর (রাযিঃ) তাঁকে বললেন, তুমি তার থেকে দূরে থেকে তোমার সিদ্ধান্ত মুতাবিক নির্দেশ দাও। তারপর এর আগে চল। যেহেতু যে ব্যক্তি জানাযার আগে আগে চলে সে তার অন্তর্ভুক্ত নয়। এই ইব্‌ন উমর (রাযিঃ) খবর দিচ্ছেন যে, যে ব্যক্তি জানাযার অগ্রভাগে চলে সে তার অনর্ভুক্ত নয়।

সুতরাং তার নিকট বিষয়টি অনুরূপ হওয়া অসম্ভব, অথচ তিনি নবী করীম (ﷺ) কে জানাযার আগে আগে চলতে দেখেছেন। এতে প্রমাণিত হল যে, সালিম (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ যা মালিক (রাহঃ), যুহরী (রাহঃ) সূত্রে মউকুফ হিসাবে বর্ণনা করেছেন। অথবা সেই হাদীসের অনুরূপ, যা উকায়ল (রাহঃ) ও ইউনুস (রাহঃ) যুহরী (রাহঃ) সূত্রে মউকুফ হিসাবে বর্ণনা করেছেন। পক্ষান্তরে তা সেই হাদীসের অনুরূপ নয় যা ইব্‌ন উয়ায়না (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে, তিনি সালিম (রাহঃ) থেকে, তিনি তার পিতা আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) থেকে মারফূ’ হিসাবে বর্ণনা করেছেন।
2763 - وَقَدْ حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا إِسْرَائِيلُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ شَرِيكٍ الْعَامِرِيِّ , قَالَ: سَمِعْتُ الْحَارِثَ بْنَ أَبِي رَبِيعَةَ سَأَلَ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , عَنْ أُمِّ وَلَدٍ لَهُ نَصْرَانِيَّةٍ , مَاتَتْ. فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا: «تَأْمُرُ بِأَمْرِكَ وَأَنْتَ بَعِيدٌ مِنْهَا ثُمَّ تَسِيرُ أَمَامَهَا , فَإِنَّ الَّذِي يَسِيرُ أَمَامَ الْجِنَازَةِ لَيْسَ مَعَهَا» فَهَذَا ابْنُ عُمَرَ يُخْبِرُ أَنَّ الَّذِي يَسِيرُ أَمَامَ الْجِنَازَةِ لَيْسَ مَعَهَا. فَاسْتَحَالَ أَنْ يَكُونَ ذَلِكَ عِنْدَهُ كَذَلِكَ , وَقَدْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي أَمَامَ الْجِنَازَةِ. فَثَبَتَ بِذَلِكَ أَنَّ أَصْلَ حَدِيثِ سَالِمٍ الَّذِي رَوَيْنَاهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ , إِنَّمَا هُوَ كَمَا رَوَاهُ مَالِكٌ؟ عَنِ الزُّهْرِيِّ مَوْقُوفًا، أَوْ كَمَا رَوَاهُ عُقَيْلٌ وَيُونُسُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَالِمٍ مَوْقُوفًا. لَا كَمَا رَوَاهُ ابْنُ عُيَيْنَةَ , عَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ مَرْفُوعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৬৩ | মুসলিম বাংলা