শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৫৬
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৫৬। আবু বাকরা (রাযিঃ) ও ইব্ন মারযূক (রাহঃ)....মুগীরা ইব্ন শু’বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আরোহী জানাযার পিছনে চলবে এবং পদব্রজে গমনকারী যেভাবে ইচ্ছা চলবে।
এই হাদীসেও রাসূলুল্লাহ (ﷺ) জানাযার পিছনে চলাকে বৈধ করেছেন, যেমনিভাবে বৈধ করেছেন আগে আগে চলাকে। কিন্তু উত্তম কোনটি এ বিষয়ে আমাদের উল্লেখিত হাদীসে কিছুই উল্লেখ নেই। মুগীরা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের অর্থের অনুরূপ হাদীস আনাস ইব্ন মালিক (থেকে) বর্ণিত আছে, যা তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেননি।
এই হাদীসেও রাসূলুল্লাহ (ﷺ) জানাযার পিছনে চলাকে বৈধ করেছেন, যেমনিভাবে বৈধ করেছেন আগে আগে চলাকে। কিন্তু উত্তম কোনটি এ বিষয়ে আমাদের উল্লেখিত হাদীসে কিছুই উল্লেখ নেই। মুগীরা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের অর্থের অনুরূপ হাদীস আনাস ইব্ন মালিক (থেকে) বর্ণিত আছে, যা তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেননি।
2756 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , وَابْنُ مَرْزُوقٍ , قَالَا: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ بْنِ فَارِسٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللهِ , عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ , عَنْ أَبِيهِ , عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرَّاكِبُ خَلَفَ الْجِنَازَةِ , وَالْمَاشِي , حَيْثُ شَاءَ مِنْهَا» فَأَبَاحَ فِي هَذَا الْحَدِيثِ أَيْضًا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , الْمَشْيَ خَلَفَ الْجِنَازَةِ , كَمَا أَبَاحَ الْمَشْيَ أَمَامَهَا. وَلَيْسَ فِي شَيْءٍ مِمَّا ذَكَرْنَا مَا يَدُلُّ عَلَى الْأَفْضَلِ مِنْ ذَلِكَ , مَا هُوَ؟ . وَقَدْ رُوِيَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُ مَا مَعْنَاهُ , قَرِيبٌ مِنْ مَعْنَى حَدِيثِ الْمُغِيرَةِ , وَلَمْ يَذْكُرْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
