শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৫৪
আন্তর্জাতিক নং: ২৭৫৫
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৫৪-২৭৫৫। রবীউল জীযী (রাহঃ) ও ইব্ন আবী দাউদ (রাহঃ).... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) জানাযার অগ্রভাগে এবং পিছনে চলতেন।
ইব্ন আবী দাউদ (রাহঃ).... ইউনুস ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যেমনিভাবে জানাযার অগ্রভাগে চলতেন, তেমনি জানাযার পিছনে চলতেন। যদি রাসুলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর জানাযার সম্মুখ ভাগে চলা আপনাদের পক্ষে দলীলরূপে সাব্যস্ত হয় যে, এটি পিছনে চলা অপেক্ষা উত্তম। অনুরূপভাবে রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) কর্তৃক জানাযার পিছনে চলা আপনাদের বিরোধীদের জন্য আপনাদের বিপক্ষ্যে দলীলরূপে সাব্যস্ত হবে যে, তার আগে আগে চলা অপেক্ষা পিছনে চলা উত্তম। অতএব আপনারা ও আপনাদের বিরোধীগণ সংশিষ্ট বিষয়ে সমপর্যায়ভুক্ত। সুতরাং এই বিষয়ে টা প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাদের পক্ষের দলীল হিসাবে বিবেচিত হবে না।
ইব্ন আবী দাউদ (রাহঃ).... ইউনুস ইব্ন ইয়াযীদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) যেমনিভাবে জানাযার অগ্রভাগে চলতেন, তেমনি জানাযার পিছনে চলতেন। যদি রাসুলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর জানাযার সম্মুখ ভাগে চলা আপনাদের পক্ষে দলীলরূপে সাব্যস্ত হয় যে, এটি পিছনে চলা অপেক্ষা উত্তম। অনুরূপভাবে রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) কর্তৃক জানাযার পিছনে চলা আপনাদের বিরোধীদের জন্য আপনাদের বিপক্ষ্যে দলীলরূপে সাব্যস্ত হবে যে, তার আগে আগে চলা অপেক্ষা পিছনে চলা উত্তম। অতএব আপনারা ও আপনাদের বিরোধীগণ সংশিষ্ট বিষয়ে সমপর্যায়ভুক্ত। সুতরাং এই বিষয়ে টা প্রতিপক্ষের বিরুদ্ধে আপনাদের পক্ষের দলীল হিসাবে বিবেচিত হবে না।
2754 - فَإِذَا رَبِيعٌ الْجِيزِيُّ , وَابْنُ أَبِي دَاوُدَ , قَدْ حَدَّثَانَا , قَالَا: ثنا أَبُو زُرْعَةَ , قَالَ: أنا يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ , وَأَبَا بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , كَانُوا يَمْشُونَ أَمَامَ الْجِنَازَةِ وَخَلْفَهَا»
2755 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ , عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ , ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي خَلَفَ الْجِنَازَةِ , كَمَا كَانَ يَمْشِي أَمَامَهَا. فَإِنْ كَانَ مَشْيُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , أَمَامَ الْجِنَازَةِ حُجَّةً لَكُمْ أَنَّ ذَلِكَ أَفْضَلُ مِنَ الْمَشْيِ خَلْفَهَا , فَكَذَلِكَ مَشْيُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا خَلْفَهَا , حُجَّةٌ لِمُخَالِفِكُمْ عَلَيْكُمْ أَنَّ ذَلِكَ أَفْضَلُ مِنَ الْمَشْيِ أَمَامَهَا , فَقَدِ اسْتَوَى خَصْمُكُمْ , وَأَنْتُمْ فِي هَذَا الْبَابِ , فَلَا حُجَّةَ لَكُمْ فِيهِ عَلَيْهِ
2755 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ , عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ , ثُمَّ ذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْشِي خَلَفَ الْجِنَازَةِ , كَمَا كَانَ يَمْشِي أَمَامَهَا. فَإِنْ كَانَ مَشْيُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا , أَمَامَ الْجِنَازَةِ حُجَّةً لَكُمْ أَنَّ ذَلِكَ أَفْضَلُ مِنَ الْمَشْيِ خَلْفَهَا , فَكَذَلِكَ مَشْيُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا خَلْفَهَا , حُجَّةٌ لِمُخَالِفِكُمْ عَلَيْكُمْ أَنَّ ذَلِكَ أَفْضَلُ مِنَ الْمَشْيِ أَمَامَهَا , فَقَدِ اسْتَوَى خَصْمُكُمْ , وَأَنْتُمْ فِي هَذَا الْبَابِ , فَلَا حُجَّةَ لَكُمْ فِيهِ عَلَيْهِ
