শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৫৩
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৫৩। ইউনুস (রাহঃ).... ইব্ন শিহাব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ জানাযার পিছনে চলা সুন্নতের অন্তর্ভুক্ত নয়। ইব্ন শিহাব (রাহঃ) বলেছেনঃ জানাযার পিছনে চলা সুন্নত থেকে বিচ্যুতি।
উত্তরে তাঁদেরকে বলা হবেঃ এটি হচ্ছে ইব্ন শিহাব (রাহঃ)-এর বাক্য (উক্তি)। এই বিষয়ে তাঁর উক্তি আপনাদের উক্তির ন্যায়। যেহেতু তাঁর বিরোধী ও তোমাদের বিরোধীদের জন্য তাঁর বিরুদ্ধে ও আপনাদের বিরুদ্ধে এরূপ দলীল রয়েছে যা আমরা ইনশাআল্লাহ এই অনুচ্ছেদে অতিসত্বর উল্লেখ করার প্রয়াস পাব।
অতঃপর আমরা সেই সমস্ত হাদীসের দিকে ফিরে যাব, যা এই অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। দেখব তাতে এরূপ কোন হাদীস বিদ্যমান আছে কিনা, যা জানাযার পিছনে চলাকে বৈধ করে। এই বিষয়ে দেখেছিঃ
উত্তরে তাঁদেরকে বলা হবেঃ এটি হচ্ছে ইব্ন শিহাব (রাহঃ)-এর বাক্য (উক্তি)। এই বিষয়ে তাঁর উক্তি আপনাদের উক্তির ন্যায়। যেহেতু তাঁর বিরোধী ও তোমাদের বিরোধীদের জন্য তাঁর বিরুদ্ধে ও আপনাদের বিরুদ্ধে এরূপ দলীল রয়েছে যা আমরা ইনশাআল্লাহ এই অনুচ্ছেদে অতিসত্বর উল্লেখ করার প্রয়াস পাব।
অতঃপর আমরা সেই সমস্ত হাদীসের দিকে ফিরে যাব, যা এই অনুচ্ছেদে বর্ণিত হয়েছে। দেখব তাতে এরূপ কোন হাদীস বিদ্যমান আছে কিনা, যা জানাযার পিছনে চলাকে বৈধ করে। এই বিষয়ে দেখেছিঃ
2753 - بِمَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: أنا ابْنُ وَهْبٍ , عَنْ مَالِكٍ , عَنِ ابْنِ شِهَابٍ , قَالَ: «لَيْسَ مِنَ السُّنَّةِ الْمَشْيُ خَلَفَ الْجِنَازَةِ» قَالَ ابْنُ شِهَابٍ: وَالْمَشْيُ خَلَفَ الْجِنَازَةِ , مِنْ خَطَأِ السُّنَّةِ قِيلَ لَهُمْ: هَذَا كَلَامُ ابْنِ شِهَابٍ , فَقَوْلُهُ فِي ذَلِكَ , كَقَوْلِكُمْ , إِذْ كَانَ لِمُخَالِفِهِ وَمُخَالِفِكُمْ مِنَ الْحُجَّةِ عَلَيْهِ وَعَلَيْكُمْ , مَا سَنَذْكُرُهُ فِي هَذَا الْبَابِ إِنْ شَاءَ اللهُ تَعَالَى. ثُمَّ رَجَعْنَا إِلَى مَا رُوِيَ فِي هَذَا الْبَابِ مِنَ الْآثَارِ , هَلْ فِيهِ شَيْءٌ يُبِيحُ الْمَشْيَ خَلَفَ الْجِنَازَةِ
