শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৫৭
আন্তর্জাতিক নং: ২৭৫৮
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৫৭-২৭৫৮। রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ).... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে সেই ব্যক্তির বিষয়ে বর্ণনা করেন, যে জানাযার অনুসরণ করে। তিনি বলেছেনঃ নিশ্চই তোমরা তাকে বিদায় জানাবার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছ। অতএব তাঁর অগ্রে-পশ্চাতে, ডানে-বামে (প্রত্যেক দিক দিয়ে) চল।
রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ).... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকেও (নিম্নতোক্ত হাদীস) বর্ণিত আছেঃ
রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ).... আনাস ইব্ন মালিক (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) থেকেও (নিম্নতোক্ত হাদীস) বর্ণিত আছেঃ
2757 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ، قَالَ: ثنا بَكْرُ بْنُ عَيَّاشٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ , فِي الرَّجُلِ يَتْبَعُ الْجِنَازَةَ. قَالَ: «إِنَّمَا أَنْتُمْ مُشَيِّعُونَ لَهَا , فَامْشُوا بَيْنَ يَدَيْهَا وَخَلْفَهَا , وَعَنْ يَمِينِهَا وَشِمَالِهَا»
2758 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا ابْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا
2758 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا ابْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا
