শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৫০
আন্তর্জাতিক নং: ২৭৫১
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৫০-২৭৫১। আলী ইব্‌ন শায়বা (রাহঃ).... আব্দুল আ’লা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি সাঈদ ইব্‌ন জুবায়ের (রাযিঃ) কে জানাযার সম্মুখে চলার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছেনঃ হ্যাঁ, আমি ইব্‌ন আব্বাস (রাযিঃ) কে জানাযার সম্মুখে চলতে দেখেছি।

ইউনুস (রাহঃ).... মুয়ায়কীব ইব্‌ন আবী ফাতেমা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আবু রাশিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি উসমান ইব্‌ন আফফান (রাযিঃ), তালহা ইব্‌ন উবাইদুল্লাহ (রাযিঃ) ও যুবায়ের ইব্‌নুল আওয়াম (রাযিঃ) কে তা করতে দেখেছেন।
2750 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا إِسْرَائِيلُ، عَنْ عَبْدِ الْأَعْلَى، قَالَ: سَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنِ الْمَشْيِ أَمَامَ الْجِنَازَةِ. فَقَالَ: «نَعَمْ رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَمْشِي أَمَامَ الْجِنَازَةِ»

2751 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ الْمُغِيرَةِ، أَنَّ أَبَا رَاشِدٍ، مَوْلَى مُعَيْقِيبِ بْنِ أَبِي فَاطِمَةَ , أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُمَا , وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللهِ , وَالزُّبَيْرَ بْنِ الْعَوَّامِ يَفْعَلُونَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৫০ | মুসলিম বাংলা