শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৪৮
আন্তর্জাতিক নং: ২৭৪৯
জানাযার সাথে কোন দিক হয়ে চলা
২৭৪৮-২৭৪৯। এবং তাঁরা নিম্নোক্ত হাদীসগুলো উল্লেখ করেছেনঃ
ইউনুস (রাহঃ).... ইব্ন আব্দুল্লাহ ইব্ন হাদীর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) কে দেখেছি, তিনি লোকদের যায়নাব (রাযিঃ)-এর জানাযার সম্মুখে অগ্রসর করেছেন।
ইউনুস (রাহঃ).... ইব্নুল মুনকাদির (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
ইউনুস (রাহঃ).... ইব্ন আব্দুল্লাহ ইব্ন হাদীর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ) কে দেখেছি, তিনি লোকদের যায়নাব (রাযিঃ)-এর জানাযার সম্মুখে অগ্রসর করেছেন।
ইউনুস (রাহঃ).... ইব্নুল মুনকাদির (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন।
2748 - وَذَكَرُوا مَا حَدَّثَنَا يُونُسُ , قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ , عَنِ ابْنِ الْمُنْكَدِرِ , سَمِعَ رَبِيعَةَ بْنَ هَدِيرٍ يَقُولُ: رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَقْدُمُ النَّاسَ أَمَامَ جِنَازَةِ زَيْنَبَ رَضِيَ اللهُ عَنْهَا "
2749 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
2749 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
