শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৪০
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৪০। আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মাদ ইব্‌ন খাশীশ আল-বসরী…. লায়স ইব্‌ন আবী বুরদা (রাহঃ)-এর পিতা আবু বুরাদা (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, একবার এক জানাযা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দিয়ে যাচ্ছিলো, যা বহন করে তার দ্রুত চলছিলো এবং মৃত ব্যক্তিটি মাখন তোলার জন্য দুধ ভর্তি মশকের ন্যায় নড়াচড়া করছিল। এতে তিনি বলেনঃ তোমাদের জন্য জাযানা বহনে মধ্যম (স্বাভাবিক) গতিতে চলা অবশ্যক।

এ হাদীসে ব্যক্ত করা হয়েছে যে, মৃত ব্যক্তিটি উক্ত দ্রুততার কারণে মাখন তোলার জন্য দুধ ভর্তি মশকের ন্যায় নড়াচড়া করছিলো। সম্ভবত তিনি তাদেরকে স্বাভাবিক চলার নির্দেশ দিয়েছিলেন। কারন উক্ত দ্রুততা এরূপ ছিলো, যা মৃত ব্যক্তির কিছু একটা (দুর্ঘটনা) ঘতে যাওয়ার আশংকা করা হচ্ছিল। এই জন্য তিনি তাদেরকে এর থেকে নিষেধ করেছেন। সুতরাং প্রথমোক্ত হাদীসসমূহে তাদেরকে যে দ্রুততার নির্দেশ তিনি দিয়েছিলেন সেটি এই হাদীসে ব্যক্ত দ্রুততা অপেক্ষা স্বাভাবিক (মধ্যবর্তী পর্যায়ের)।
আমরা এই বিষয়ে আরো দৃষ্টি দেবো, এ ব্যাপারে কিছু বর্ণিত আছে কিনা যা, আমাদেরকে এই অর্থের পথ নির্দেশ দেয়।
2740 - فَإِذَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشِ الْبَصْرِيُّ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ , قَالَ: ثنا زَائِدَةُ , عَنْ لَيْثٍ، عَنْ أَبِي بُرْدَةَ , عَنْ أَبِيهِ , قَالَ: مُرَّ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ يُسْرِعُونَ بِهَا الْمَشْيَ وَهُوَ يَمْخُضُ تَمَخُّضَ الزِّقِّ فَقَالَ: «عَلَيْكُمْ بِالْقَصْدِ بِجَنَائِزِكُمْ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْمَيِّتَ كَانَ يَتَمَخَّضُ لِتِلْكَ السُّرْعَةِ , تَمَخُّضَ الزِّقِّ. فَيُحْتَمَلُ أَنْ يَكُونَ أَمَرَهُمْ بِالْقَصْدِ , لِأَنَّ السُّرْعَةَ , سُرْعَةٌ يُخَافُ مِنْهَا أَنْ يَكُونَ مِنَ الْمَيِّتِ شَيْءٌ , فَنَهَاهُمْ عَنْ ذَلِكَ , فَكَانَ مَا أَمَرَهُمْ بِهِ مِنَ السُّرْعَةِ , فِي الْآثَارِ الْأُوَلِ , هِيَ أُقْصَدُ مِنْ هَذِهِ السُّرْعَةِ. فَنَظَرْنَا فِي ذَلِكَ أَيْضًا , هَلْ رُوِيَ فِيهِ شَيْءٌ يَدُلُّنَا عَلَى شَيْءٍ مِنْ هَذَا الْمَعْنَى؟
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৪০ | মুসলিম বাংলা