শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৩৯
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৯। মুবাশশির ইব্নুল হাসান (রাহঃ).... আবু বুরাদা তাঁর পিতা (আবু মুসা রা) থেকে বর্ননা করেন যে, নবী করীম (ﷺ)-এর নিকট দিয়ে একটি জানাযা যাচ্ছিল। তাঁরা (বহনকারীরা) এটিকে দ্রত নিয়ে যাচ্ছিলো। তিনি বললেনঃ তোমাদের জন্য ধীরভাবে চলা আবশ্যক।
আমাদের এই হাদীসে প্রথম মত পোষণকারীদের বিরুদ্ধে দলীল নেই। যেহেতু হতে পারে তাদের সেই চলাতে এত তিব্রতা ছিল, প্রথমোক্ত হাদীস সমূহে নির্দেশিত দ্রুততাকে যা অতিক্রম করে যায়। অতএব আমরা দৃষ্টি দেবো এই বিষয়ে কোন দলীল পাই কিনা যা আমাদেরকে অন্য দিকে ফিরিয়ে নিয়ে যাবে।
আমাদের এই হাদীসে প্রথম মত পোষণকারীদের বিরুদ্ধে দলীল নেই। যেহেতু হতে পারে তাদের সেই চলাতে এত তিব্রতা ছিল, প্রথমোক্ত হাদীস সমূহে নির্দেশিত দ্রুততাকে যা অতিক্রম করে যায়। অতএব আমরা দৃষ্টি দেবো এই বিষয়ে কোন দলীল পাই কিনা যা আমাদেরকে অন্য দিকে ফিরিয়ে নিয়ে যাবে।
2739 - بِمَا حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ الْحَسَنِ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ , قَالَ: سَمِعْتُ أَبَا بُرْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرَّ عَلَيْهِ بِجِنَازَةٍ وَهُمْ يُسْرِعُونَ بِهَا , فَقَالَ: «لِيَكُنْ عَلَيْكُمُ السَّكِينَةُ» فَلَمْ يَكُنْ عِنْدَنَا فِي هَذَا الْحَدِيثِ حُجَّةٌ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى , لِأَنَّهُ قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ فِي مَشْيِهِمْ ذَلِكَ عُنْفٌ , يُجَاوِزُ مَا أُمِرُوا بِهِ فِي الْأَحَادِيثِ الْأُوَلِ مِنَ السُّرْعَةِ , فَنَظَرْنَا فِي ذَلِكَ: هَلْ نَجِدُ فِيهِ دَلِيلًا يَدُلُّنَا عَلَى شَيْءٍ مِنْ ذَلِكَ؟
