শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৩৮
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৮। ইউনুস (রাহঃ).... আব্দুর রহমান ইব্ন মিহরান (রাহঃ) থেকে বর্ননা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ)-এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেছিলেনঃ আমাকে নিয়ে (জানাযা বহনে) তোমরা দ্রুততা অবলম্বন করবে। যেহেতু রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন নেককার ব্যক্তিকে তার খাটিয়ায় রাখা হয় তাখন সে বলে, তোমরা আমাকে অগ্রসর কর, অগ্রসর কর। পক্ষান্তরে যখন মন্দ ব্যক্তিকে তাঁর খাটিয়ায় রাখা হয় তখন সে বলেঃ হায় আমার ধ্বংস! আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ?
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহন করেছেন যে, জানাযা নিয়ে ধীরে চলা অপেক্ষা দ্রুত চলা উত্তম। তাঁরা এই বিষয়ে উক্ত হাদীসসমূহ দ্বারা দলিল পেস করেন।
পক্ষান্তরে অপর একদল ;আলিম এই বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ বরং জানাযা নিয়ে ধীরগতিতে চলবে। এটি অন্য কিছু (দ্রুততা) অপেক্ষা উত্তম। তাঁরা এই বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করে থাকেনঃ
আবু জা’ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহন করেছেন যে, জানাযা নিয়ে ধীরে চলা অপেক্ষা দ্রুত চলা উত্তম। তাঁরা এই বিষয়ে উক্ত হাদীসসমূহ দ্বারা দলিল পেস করেন।
পক্ষান্তরে অপর একদল ;আলিম এই বিষয়ে তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ বরং জানাযা নিয়ে ধীরগতিতে চলবে। এটি অন্য কিছু (দ্রুততা) অপেক্ষা উত্তম। তাঁরা এই বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করে থাকেনঃ
2738 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدِ الْمَقْبُرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مِهْرَانَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ حِينَ حَضَرَتْهُ الْوَفَاةُ قَالَ: أَسْرِعُوا بِي , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا وُضِعَ الرَّجُلُ الصَّالِحُ عَلَى سَرِيرِهِ , قَالَ: قَدِّمُونِي قَدِّمُونِي , وَاذَا وُضِعَ الرَّجُلُ السُّوءُ عَلَى سَرِيرِهِ , قَالَ: يَا وَيْلَتِي , أَيْنَ تَذْهَبُونَ بِي " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ السُّرْعَةَ فِي السَّيْرِ بِالْجِنَازَةِ أَفْضَلُ مِنْ غَيْرِ ذَلِكَ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذِهِ الْآثَارِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ وَقَالُوا: بَلْ يُمْشَى بِهَا مَشَيَا لَيِّنًا , فَهُوَ أَفْضَلُ مِنْ غَيْرِ ذَلِكَ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
وَاحْتَجُّوا فِي ذَلِكَ
