শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৪১
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৪১। আবু উমাইয়া (রাহঃ).... ইব্‌ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা নবী করীম (ﷺ) কে জানাযা নিয়ে চলার বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, দৌড়ে চলার চেয়ে কিছুটা কম দ্রুত চলবে। যদি সে মু’মিন হয়ে থাকে- তাহলে দ্রুততা অবলম্বন করা উত্তম। আর যদি সে কাফির হয়ে থাকে, তাহলে জাহান্নামীদের জন্য বিদূরিত হওয়াই শ্রেয়।

সুতরাং রাসুলুল্লাহ (ﷺ) এই হাদীসে ব্যক্ত করেছেন যে, জানাযা নিয়ে দৌড়ে চলার চেয়ে কিছুটা কম দ্রুত চলবে। অতএব এটি আমাদের নিকট আবু মুসা (রাযিঃ)- এর হাদীসে তারা যা করেছেন সেটি অপেক্ষা কম দ্রুত চলা হবে। কাজেই রাসুলুল্লাহ (ﷺ) তাঁদেরকে এ বিষয়ে দ্রুততার নির্দেশ দিয়েছেন। আর আবু হুরায়রা (রাযিঃ)-এর হাদীসে ব্যক্ত যেরুপ দ্রুততার নির্দেশ তিনি তাঁদেরকে দিয়েছেন তাই আমরা গ্রহন করি। বস্তুত এটিই ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ)- এর অভিমত।
2741 - فَإِذَا أَبُو أُمَيَّةَ , قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُوسَى , قَالَ: أنا الْحَسَنُ بْنُ صَالِحٍ , عَنْ يَحْيَى الْجَابِرِ , عَنْ أَبِي مَاجِدٍ , عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَأَلْنَا نَبِيَّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّيْرِ بِالْجِنَازَةِ , فَقَالَ: «مَا دُونَ الْخَبَبِ , فَإِنْ يَكُ مُؤْمِنًا فَمَا عُجِّلَ فَخَيْرٌ , وَإِنْ يَكُ كَافِرًا فَبُعْدًا لِأَهْلِ النَّارِ» فَأَخْبَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ السَّيْرَ بِالْجِنَازَةِ هُوَ مَا دُونَ الْخَبَبِ. فَذَلِكَ عِنْدَنَا دُونَ مَا كَانُوا يَفْعَلُونَ فِي حَدِيثِ أَبِي مُوسَى , حَتَّى أَمَرَهُمْ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا أَمَرَهُمْ بِهِ مِنْ ذَلِكَ وَمِثْلُ مَا أَمَرَهُمْ بِهِ مِنَ السُّرْعَةِ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ. فَبِهَذَا نَأْخُذُ , وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ رَحِمَهُمُ اللهُ تَعَالَى
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৪১ | মুসলিম বাংলা