শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ২৭৩৫
আন্তর্জাতিক নং: ২৭৩৭
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৫-২৭৩৭। ইউনুস (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা জানাযা নিয়ে দ্রুত চল। যদি তা ভাল হয়ে থাকে তাহলে তা তোমাদের কল্যাণের দিকে অগ্রসর করে দিলে। আর যদি তা অন্য রকম হয়, তাহলে তোমাদের কাঁধ থেকে মন্দকে রেখে দিলে।
ইউনুস (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে নবী করিম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রবীউল মু’আযযিন (রাহঃ).... আবু হুরায়রা সুত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
ইউনুস (রাহঃ).... আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে নবী করিম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
রবীউল মু’আযযিন (রাহঃ).... আবু হুরায়রা সুত্রে নবী করীম (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
2735 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: ثنا أَبُو أُمَامَةَ سَهْلُ بْنُ حُنَيْفٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَسْرِعُوا بِالْجِنَازَةِ , فَإِنْ كَانَتْ صَالِحَةً , قَرَّبْتُمُوهَا إِلَى الْخَيْرِ , وَإِنْ كَانَتْ غَيْرَ ذَلِكَ , كَانَ شَرًّا تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ»
2736 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
2737 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
2736 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
2737 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটির মূল আলোচনা মায়্যিতের দাফন-কাফনের কাজ যথাসম্ভব তাড়াতাড়ি সম্পন্ন করা সম্পর্কে। প্রসঙ্গত এর দ্বারা আরও কয়েকটি বিষয় জানা যায়। নিচে বিষয়গুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া যাচ্ছে।
দাফন-কাফনের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করা
হাদীছটিতে মায়্যিতের দাফন-কাফনের কাজ যথাসম্ভব তাড়াতাড়ি করতে বলা হয়েছে। হুকুম দেওয়া হয়েছে- أَسْرِعُوْا بِالْجَنَازَةِ (তোমরা মায়্যিতকে দ্রুত নিয়ে যাও)। আরবীতে الْجَنَازَةِ শব্দটি দ্বারা মায়্যিত, মায়্যিতকে বহনকারী খাট উভয়ই বোঝানো হয়ে থাকে। আলোচ্য হাদীছে এর দ্বারা মায়্যিত বা মৃতব্যক্তিকে বোঝানো হয়েছে। তাকে দ্রুত নিয়ে যাওয়ার অর্থ তাকে গোসল করানো, কাফন পরানো, তার জানাযার নামায আদায় ও তাকে দাফন করা এ সবগুলো কাজই যথাসম্ভব তাড়াতাড়ি সম্পাদন করা। বোঝা গেল এসব কাজে অহেতুক দেরি করা শরী'আতপরিপন্থি। অনেকে তুচ্ছ তুচ্ছ কারণে এসব কাজে এত বিলম্ব করে যে, মায়্যিতকে দাফন করতে দু'-চারদিন পর্যন্ত দেরি করে ফেলে, যা কিছুতেই সমীচীন নয়।
মায়্যিতের দাফন-কাফনের কাজ কেন দ্রুত সম্পাদন করতে হবে, সে সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- فَإِنْ تَكُ صَالِحَةٌ، فَخَيْرٌ تُقَدِّمُوْنَهَا إِلَيْهِ (যদি সে নেককার হয়, তবে তোমরা তাকে কল্যাণের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছ)। কেননা তার কবর জান্নাতের একটি উদ্যান। সেখানে তার জন্য রয়েছে অকল্পনীয় নি'আমত। দুনিয়ার সুখ-শান্তি অপেক্ষা তার জন্য সেখানকার আরাম-আয়েশ অনেক বেশি উৎকৃষ্ট। তাই, সে দ্রুত সেখানেই যেতে চায়। সে বলে- قدموني قدموني (আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে এগিয়ে নিয়ে চলো)। এটা বলার কারণ পরকালে যাওয়ার আগ্রহ। দুনিয়া তো তার জন্য ছিল কারাগারস্বরূপ। মৃত্যু দ্বারা সে এককালে যাওয়ার মুক্তি পেয়েছে। এখন সে আরাম-আয়েশপূর্ণ কবরে যাওয়ার জন্য কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব থাকে।
পক্ষান্তরে মৃতব্যক্তি যদি হয় পাপী, তবে তার বেলায় দাফন-কাফনের কাজ দ্রুত সম্পন্ন করার কী হিকমত, সে সম্পর্কে বলা হয়েছে- وَإِن تَكُ سِوى ذَلِكَ، فَشَرٌّ تَضَعُوْنَهُ عَنْ رِقَابِكُمْ (আর যদি তার বিপরীত হয়, তবে তোমরা নিজেদের কাঁধ থেকে মন্দকেই নামাচ্ছ)। অর্থাৎ সে তোমাদের জন্য একটা বোঝা হয়ে আছে। তাকে নিয়ে তোমরা পেরেশান। গোসল করানো থেকে শুরু করে দাফন করা পর্যন্ত কাজ তো অনেক। প্রতিটি কাজই তোমাদের জন্য অবশ্যকর্তব্য। আবার তোমরা শোকার্তও বটে। কাজেই যত তাড়াতাড়ি তোমরা এসব কাজ শেষ করতে পারবে, ততো তাড়াতাড়ি তোমরা দায়িত্বমুক্ত হতে পারবে এবং এক মন্দের বোঝা বয়ে বেড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাবে। বলাবাহুল্য, কোনও মন্দের সঙ্গ ও সাহচর্য থেকে যত দ্রুত বাঁচা যায় ততোই মঙ্গল। মোটকথা মৃতব্যক্তি পুণ্যবান হোক বা পাপী, উভয় অবস্থায় তার দাফন-কাফনের কাজ দ্রুত সম্পাদন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
لا يَنْبَغِي لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانِي أَهْلِهِ
'মুসলিম ব্যক্তির লাশ তার পরিবারবর্গের মাঝখানে আটকে রাখা উচিত নয়’। (সুনানে আবু দাউদ : ৩১৫৯; বায়হাকী, আস সুনানুল কুবরা: ৬৬২০; তাবারানী, আল মু'জামুল কাবীর: ৩৫৫৪)
অপর এক হাদীছে ইরশাদ হয়েছে-
إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوْهُ وَأَسْرِعُوْا بِه إِلَى قَبرِهِ
'তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে আটকে রেখো না। তাকে দ্রুত তার কবরে নিয়ে যাও’। (বায়হাকী, শু'আবুল ঈমান: ৮৮৫৪; তাবারানী, আল মু'জামুল কাবীর : ১৩৬১৩)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মায়্যিতের দাফন-কাফনের কাজ যথাসম্ভব দ্রুত সম্পাদন করা উচিত।
খ. নেককার ব্যক্তির জন্য কবরে অভাবনীয় আরামের ব্যবস্থা থাকায় মৃত্যুর পর সে দ্রুত সেখানে পৌঁছার জন্য উদগ্রীব হয়ে ওঠে। এরকম শুভ পরিণাম লাভের আশায় নিজেদের নেককাররূপে গড়ে তোলার চেষ্টা করা একান্ত কর্তব্য।
গ. বদকার ব্যক্তির পরিণাম অতিমন্দ। তাই সে কবরে যেতে চায় না। আমাদের যাতে এ অবস্থার সম্মুখীন হতে না হয়, তাই অন্তরে আযাব ও গযবের ভয় জাগ্রত রেখে অসৎকর্ম হতে দূরে থাকতে হবে।
ঘ. কুরআন ও হাদীছে অদৃশ্যজগতের যেসকল বিষয় জানানো হয়েছে, তা বুঝে না আসলেও সত্য বলে বিশ্বাস করতে হবে।
ঙ. যে-কোনও মন্দের সঙ্গ ও সাহচর্য থেকে মুক্ত হওয়ার চেষ্টা থাকা উচিত।
দাফন-কাফনের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করা
হাদীছটিতে মায়্যিতের দাফন-কাফনের কাজ যথাসম্ভব তাড়াতাড়ি করতে বলা হয়েছে। হুকুম দেওয়া হয়েছে- أَسْرِعُوْا بِالْجَنَازَةِ (তোমরা মায়্যিতকে দ্রুত নিয়ে যাও)। আরবীতে الْجَنَازَةِ শব্দটি দ্বারা মায়্যিত, মায়্যিতকে বহনকারী খাট উভয়ই বোঝানো হয়ে থাকে। আলোচ্য হাদীছে এর দ্বারা মায়্যিত বা মৃতব্যক্তিকে বোঝানো হয়েছে। তাকে দ্রুত নিয়ে যাওয়ার অর্থ তাকে গোসল করানো, কাফন পরানো, তার জানাযার নামায আদায় ও তাকে দাফন করা এ সবগুলো কাজই যথাসম্ভব তাড়াতাড়ি সম্পাদন করা। বোঝা গেল এসব কাজে অহেতুক দেরি করা শরী'আতপরিপন্থি। অনেকে তুচ্ছ তুচ্ছ কারণে এসব কাজে এত বিলম্ব করে যে, মায়্যিতকে দাফন করতে দু'-চারদিন পর্যন্ত দেরি করে ফেলে, যা কিছুতেই সমীচীন নয়।
মায়্যিতের দাফন-কাফনের কাজ কেন দ্রুত সম্পাদন করতে হবে, সে সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- فَإِنْ تَكُ صَالِحَةٌ، فَخَيْرٌ تُقَدِّمُوْنَهَا إِلَيْهِ (যদি সে নেককার হয়, তবে তোমরা তাকে কল্যাণের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছ)। কেননা তার কবর জান্নাতের একটি উদ্যান। সেখানে তার জন্য রয়েছে অকল্পনীয় নি'আমত। দুনিয়ার সুখ-শান্তি অপেক্ষা তার জন্য সেখানকার আরাম-আয়েশ অনেক বেশি উৎকৃষ্ট। তাই, সে দ্রুত সেখানেই যেতে চায়। সে বলে- قدموني قدموني (আমাকে এগিয়ে নিয়ে চলো, আমাকে এগিয়ে নিয়ে চলো)। এটা বলার কারণ পরকালে যাওয়ার আগ্রহ। দুনিয়া তো তার জন্য ছিল কারাগারস্বরূপ। মৃত্যু দ্বারা সে এককালে যাওয়ার মুক্তি পেয়েছে। এখন সে আরাম-আয়েশপূর্ণ কবরে যাওয়ার জন্য কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বাড়ি যাওয়ার জন্য উদগ্রীব থাকে।
পক্ষান্তরে মৃতব্যক্তি যদি হয় পাপী, তবে তার বেলায় দাফন-কাফনের কাজ দ্রুত সম্পন্ন করার কী হিকমত, সে সম্পর্কে বলা হয়েছে- وَإِن تَكُ سِوى ذَلِكَ، فَشَرٌّ تَضَعُوْنَهُ عَنْ رِقَابِكُمْ (আর যদি তার বিপরীত হয়, তবে তোমরা নিজেদের কাঁধ থেকে মন্দকেই নামাচ্ছ)। অর্থাৎ সে তোমাদের জন্য একটা বোঝা হয়ে আছে। তাকে নিয়ে তোমরা পেরেশান। গোসল করানো থেকে শুরু করে দাফন করা পর্যন্ত কাজ তো অনেক। প্রতিটি কাজই তোমাদের জন্য অবশ্যকর্তব্য। আবার তোমরা শোকার্তও বটে। কাজেই যত তাড়াতাড়ি তোমরা এসব কাজ শেষ করতে পারবে, ততো তাড়াতাড়ি তোমরা দায়িত্বমুক্ত হতে পারবে এবং এক মন্দের বোঝা বয়ে বেড়ানোর ঝামেলা থেকে মুক্তি পাবে। বলাবাহুল্য, কোনও মন্দের সঙ্গ ও সাহচর্য থেকে যত দ্রুত বাঁচা যায় ততোই মঙ্গল। মোটকথা মৃতব্যক্তি পুণ্যবান হোক বা পাপী, উভয় অবস্থায় তার দাফন-কাফনের কাজ দ্রুত সম্পাদন করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
لا يَنْبَغِي لِجِيفَةِ مُسْلِمٍ أَنْ تُحْبَسَ بَيْنَ ظَهْرَانِي أَهْلِهِ
'মুসলিম ব্যক্তির লাশ তার পরিবারবর্গের মাঝখানে আটকে রাখা উচিত নয়’। (সুনানে আবু দাউদ : ৩১৫৯; বায়হাকী, আস সুনানুল কুবরা: ৬৬২০; তাবারানী, আল মু'জামুল কাবীর: ৩৫৫৪)
অপর এক হাদীছে ইরশাদ হয়েছে-
إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوْهُ وَأَسْرِعُوْا بِه إِلَى قَبرِهِ
'তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাকে আটকে রেখো না। তাকে দ্রুত তার কবরে নিয়ে যাও’। (বায়হাকী, শু'আবুল ঈমান: ৮৮৫৪; তাবারানী, আল মু'জামুল কাবীর : ১৩৬১৩)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. মায়্যিতের দাফন-কাফনের কাজ যথাসম্ভব দ্রুত সম্পাদন করা উচিত।
খ. নেককার ব্যক্তির জন্য কবরে অভাবনীয় আরামের ব্যবস্থা থাকায় মৃত্যুর পর সে দ্রুত সেখানে পৌঁছার জন্য উদগ্রীব হয়ে ওঠে। এরকম শুভ পরিণাম লাভের আশায় নিজেদের নেককাররূপে গড়ে তোলার চেষ্টা করা একান্ত কর্তব্য।
গ. বদকার ব্যক্তির পরিণাম অতিমন্দ। তাই সে কবরে যেতে চায় না। আমাদের যাতে এ অবস্থার সম্মুখীন হতে না হয়, তাই অন্তরে আযাব ও গযবের ভয় জাগ্রত রেখে অসৎকর্ম হতে দূরে থাকতে হবে।
ঘ. কুরআন ও হাদীছে অদৃশ্যজগতের যেসকল বিষয় জানানো হয়েছে, তা বুঝে না আসলেও সত্য বলে বিশ্বাস করতে হবে।
ঙ. যে-কোনও মন্দের সঙ্গ ও সাহচর্য থেকে মুক্ত হওয়ার চেষ্টা থাকা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
