শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৩৪
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৪। রবীউল মু’আযযিন (রাহঃ).... ইব্‌ন আবিয যিনাদ (রাহঃ) তৎপিতা আবুয যিনাদ (রাহঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ ইব্‌ন জা’ফর ইব্‌ন আবী তালিব (রাযিঃ)-এর সাথে “বাকী” নামক স্থানে বসা ছিলাম। এমন সময় আমাদের সম্মুখে একটি জানাযা এল। জানাযা বহনে তাদের ধীরে চলা দেখে আমি আশ্চার্য হয়ে ইব্‌ন জা’ফর (রাহঃ) আমাদের সম্মুখে সে বললেনঃ আমি আশ্চার্যবোধ করছি লকদের অবস্থার পরিবর্তনে। আল্লাহ্‌র শপথ! জানাযা বহনে দ্রুত চলা ব্যাতীত কিছুই ছিলো না। একজন আরেকজনের বিরোধিতা করে বলতঃ হে আল্লাহ্‌র বান্দা! আল্লাহকে ভয় কর। আল্লাহ্‌র শপথ, তুমি যেনো নিজেকে দৌড়াচ্ছ।
2734 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ بِالْبَقِيعِ , فَطُلِعَ عَلَيْنَا بِجِنَازَةٍ فَأَقْبَلَ عَلَيْنَا ابْنُ جَعْفَرٍ يَتَعَجَّبُ مِنْ مَشْيِهِمْ بِهَا , [ص:478] فَقَالَ: " عَجَبًا لِمَا تَغَيَّرَ مِنْ حَالِ النَّاسِ , وَاللهِ إِنْ كَانَ إِلَّا الْجَمْزَ وَإِنْ كَانَ الرَّجُلُ لَيُلَاحِيَ الرَّجُلَ فَيَقُولُ: يَا عَبْدَ اللهِ اتَّقِ اللهَ , فَوَاللهِ لَكَأَنَّكَ قَدْ جُمِزَ بِكَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৭৩৪ | মুসলিম বাংলা