শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

৩. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২৭৩৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
১- জানাযা নিয়ে কিভাবে চলতে হয়?
২৭৩৩। আলী ইব্‌ন মা’বাদ (রাহঃ).... উয়ায়না ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) তাঁর পিতা আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, আমরা আব্দুর রহমান ইব্‌ন সামূরা (রাযিঃ) অথবা উসমান ইব্‌নুল আস (রাযিঃ)-এর জানাযা বহনকালে উপস্থিত ছিলাম। লোকেরা জানাযা নিয়ে ধীরে ধীরে চলছিল। রাবী বলেন, মনে হয় যেন আবু বকরা (রাহঃ) তাঁদেরকে উঁচু আওয়াজে ধমকাচ্ছিলেন এবং বলছিলেনঃ আমরা আমাদের নবী করীম রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে জানাযা নিয়ে দ্রুত চলতে দেখেছি।
كتاب الجنائز
كِتَابُ الْجَنَائِزِ بَابُ الْمَشْيِ فِي الْجِنَازَةِ كَيْفَ هُوَ؟
2733 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَدَائِنِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ أَبِيهِ قَالَ: كُنَّا فِي جِنَازَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ , أَوْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ , فَكَانُوا يَمْشُونَ بِهَا مَشْيًا لَيِّنًا. قَالَ: فَكَانَ أَبُو بَكْرَةَ انْتَهَرَهُمْ وَرَفَعَ عَلَيْهِمْ صَوْتَهُ وَقَالَ: «لَقَدْ رَأَيْتُنَا نَرْمُلُ بِهَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান