শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৯২
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৬৯২। ইউনুস (রাহঃ) ...... জাবির আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ ﷺ -এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তাঁর নিকট কিছু লোক এসে বলল, হে আল্লাহর রাসূল! আমাদের নৌকা ভেঙে গিয়েছে, আমরা একটি চর্বিযুক্ত মৃত উটনী পেয়েছি, এর দ্বারা আমরা আমাদের নৌকা মেরামত করতে চাচ্ছি। সেটি-তো কাঠের তৈরী এবং পানিতে ভাসছে। এতে রাসূলুল্লাহ ﷺ বললেনঃ "তোমরা মৃত পশুর কোন কিছু থেকে কোনরূপ উপকার গ্রহণ কর না"।
كتاب الصلاة
2692 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: بَيْنَا أَنَا عِنْدَ، رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ نَاسٌ , فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّ سَفِينَةً لَنَا انْكَسَرَتْ , وَإِنَّا وَجَدْنَا فَاقَةً سَمِينَةً مَيْتَةً , فَأَرَدْنَا أَنَّ نَدْهُنَ بِهَا سَفِينَتَنَا , وَإِنَّمَا هِيَ عُودٌ , وَهِيَ عَلَى الْمَاءِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَنْتَفِعُوا بِشَيْءٍ مِنَ الْمَيْتَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান