শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৯৩
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৬৯৩। ইবরাহীম ইবন মুহাম্মাদ ইবন ইউনুস (রাহঃ) ...... যামআ (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) সেই প্রশ্ন সম্পর্কে খবর দিয়েছেন যার উত্তর হয়েছে, রাসূলুল্লাহ ﷺ -এর উক্তি "তোমরা মৃত পশু থেকে উপকার গ্রহণ কর না " আর এটি ছিল তার চর্বি থেকে উপকার গ্রহণের প্রতি নিষেধাজ্ঞা।
পক্ষান্তরে যে সমস্ত মৃত পশুর চামড়া পাকা করার দ্বারা মৃতের অবস্থা থেকে বের হয়ে কাঁচা চামড়ার (যা পাকা করা হয়নি) অর্থ অতিক্রম করে অন্য অর্থ প্রকাশ করে সেটি এর (পাকা করার) দ্বারা পাক হয়ে যায়।
রাসূলুল্লাহ ﷺ থেকে সহীহ এবং মুতাওয়াতির সনদ দ্বারা অনেক হাদীস অর্থের বিশ্লেষণসহ এসেছে, যাতে ব্যক্ত হয়েছে যে, পাকা করার দ্বারা তা (চামড়া) পাক হয়ে যায়। সে সমস্ত হাদীস থেকে কিছু নিন্মরূপঃ
كتاب الصلاة
2693 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُونُسَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا زَمْعَةُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَأَخْبَرَ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، رَضِيَ اللهُ عَنْهُ بِالسُّؤَالِ الَّذِي كَانَ قَوْلُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تَنْتَفِعُوا بِالْمَيْتَةِ» جَوَابًا لَهُ , وَأَنَّ ذَلِكَ عَلَى النَّهْيِ عَنِ الِانْتِفَاعِ بِشُحُومِهَا. فَأَمَّا مَا كَانَ يُدْبَغُ مِنْهَا حَتَّى يَخْرُجَ مِنْ حَالِ الْمَيْتَةِ , وَيَعُودَ إِلَى غَيْرِ مَعْنَى الْأُهُبِ , فَإِنَّهُ يَطْهُرُ بِذَلِكَ. وَقَدْ جَاءَتْ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آثَارٌ مُتَوَاتِرَةٌ صَحِيحَةُ الْمَجِيءِ , مُفَسَّرَةٌ الْمَعْنَى , تُخْبِرُ عَنْ طَهَارَةِ ذَلِكَ الدِّبَاغِ
فَمِمَّا رُوِيَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান