শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৮৮
আন্তর্জাতিক নং: ২৬৯০
নামাযের অধ্যায়
৭০. মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৬৮৮-২৬৯০। আবু বাকরা (রাহঃ) ..... আব্দুল্লাহ ইবন উকাঈম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা জুহায়ন গোত্রে অবস্থানকালে আমাদের নিকট রাসূলুল্লাহ ﷺ -এর (পক্ষ থেকে প্রেরিত পত্র) পত্র পাঠ করা হল। আমি তখন তরুন যুবক। তাতে লিখা ছিলঃ তোমার মৃত পশুর (কাঁচা) চামড়া ও শিরা থেকে উপকার গ্রহন করবে না।

আবু বিশর আল-রকী (রাহঃ) ...... হাকাম (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি তাতে এই বাক্যটি বলেছেনঃ "আমাদের নিকট রাসূলুল্লাহ ﷺ -এর পত্র এসেছে "।

মুহাম্মাদ ইবন আমর ইবন ইউনুস (রাহঃ) ..... হাকাম (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি তাতে "আমাদের নিকট রাসূলুল্লাহ ﷺ পত্র লিখেছেন" বাক্যটি বলেছেন।
كتاب الصلاة
بَابُ دِبَاغِ الْمَيْتَةِ , هَلْ يُطَهِّرُهَا أَمْ لَا؟
2688 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ , وَوَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَا: ثنا شُعْبَةُ عَنِ الْحَكَمِ , عَنِ ابْنِ أَبِي لَيْلَى , عَنْ عَبْدِ اللهِ بْنِ حَكِيمٍ , قَالَ: قُرِئَ عَلَيْنَا كِتَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِأَرْضِ جُهَيْنَةَ , وَأَنَا غُلَامٌ شَابٌّ: «أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ»

2689 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ، قَالَ: ثنا شُجَاعٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي غَنِيَّةَ، عَنِ الْحَكَمِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «جَاءَنَا كِتَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»

2690 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ، قَالَ: حَدَّثَنِي أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْحَكَمِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: «كَتَبَ إِلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান