শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৮৭
নামাযের অধ্যায়
সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৮৭। সালিহ (রাহঃ) ..... হাসান বসরী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেনঃ (উক্ত ব্যক্তি) আসরের সালাত পুরা করে নিবে যা সে শুরু করেছে। তারপর যুহরের সালাত আদায় করবে।
كتاب الصلاة
2687 - حَدَّثَنَا صَالِحٌ، قَالَ: ثنا سَعِيدٌ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا مَنْصُورٌ، وَيُونُسُ، عَنِ الْحَسَنِ، أَنَّهُ كَانَ يَقُولُ: «يُتِمُّ الْعَصْرَ الَّتِي دَخَلَ فِيهَا , ثُمَّ يُصَلِّي الظُّهْرَ بَعْدَ ذَلِكَ»