শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৮৬
নামাযের অধ্যায়
সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৮৬। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) ...... ইবরাহীম (রাহঃ) থেকে সেই ব্যক্তির বিষয়ে বর্ননা করেন, যে কিনা যুহরের সালাত আদায় করতে ভুলে গিয়েছে তারপর সে আসরের সালাত আদায়কালে তা যদি তার স্মরণ হয়, (রাবী বলেন) তাহলে সে সালাত ছেড়ে দিয়ে যুহরের সালাত আদায় করবে তারপর আসর আদায় করবে।
كتاب الصلاة
2686 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا مُغِيرَةُ، عَنْ إِبْرَاهِيمَ، فِي رَجُلٍ نَسِيَ الظُّهْرَ , فَذَكَرَهَا , وَهُوَ فِي الْعَصْرِ. قَالَ: «يَنْصَرِفُ فَيُصَلِّي الظُّهْرَ , ثُمَّ يُصَلِّي الْعَصْرَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান