শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৮৩
আন্তর্জাতিক নং: ২৬৮৫
নামাযের অধ্যায়
সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৮৩-২৬৮৫। ইবন মারযূক (রাহঃ)..... ইবন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় করতে ভুলে যায় আর তা যদি (পরবর্তী) সালাত ইমামের সাথে আদায়কালে স্মরণ হয় তাহলে ইমামের সাথে তার সালাত আদায় করে নিবে তারপর ভুলে যাওয়া সালাত কাযা করবে। তারপর ইমামের সাথে আদায়কৃত সালাতকে পুনঃ আদায় করে নিবে।
ইবন আবী ইমরান (রাহঃ) ..... ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) ...... সাঈদ ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন এবং তিনি তা মারফু হিসাবে বর্ননা করেননি। ইবন উমার (রাযিঃ)- এর উক্তি "তার (ইমামের) সাথে তা আদায় করে নিবে" আমাদের নিকট এতে এই অর্থের সম্ভাবনা রয়েছে যে, নফল হিসাবে এটি সে আদায় করে নিবে।
ইবন আবী ইমরান (রাহঃ) ..... ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী করীম ﷺ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
মুহাম্মাদ ইবন হুমায়দ (রাহঃ) ...... সাঈদ ইবন আব্দুর রহমান (রাহঃ) থেকে অনুরূপ উল্লেখ করেছেন এবং তিনি তা মারফু হিসাবে বর্ননা করেননি। ইবন উমার (রাযিঃ)- এর উক্তি "তার (ইমামের) সাথে তা আদায় করে নিবে" আমাদের নিকট এতে এই অর্থের সম্ভাবনা রয়েছে যে, নফল হিসাবে এটি সে আদায় করে নিবে।
كتاب الصلاة
2683 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «مَنْ نَسِيَ صَلَاةً فَذَكَرَهَا مَعَ الْإِمَامِ فَلْيُصَلِّهِ مَعَهُ ثُمَّ لِيُصَلِّ الَّتِي نَسِيَ , ثُمَّ لِيُصَلِّ الْأُخْرَى بَعْدَ ذَلِكَ»
2684 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ، قَالَ: ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُمَحِيُّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
2685 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَلَمْ يَرْفَعْهُ وَقَوْلُهُ «فَلْيُصَلِّهِ مَعَهُ» فَذَلِكَ مُحْتَمَلٌ عِنْدَنَا أَنْ يَفْعَلَ ذَلِكَ عَلَى أَنَّهَا لَهُ تَطَوُّعٌ
2684 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ، قَالَ: ثنا أَبُو إِبْرَاهِيمَ التَّرْجُمَانِيُّ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْجُمَحِيُّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
2685 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: ثنا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَلَمْ يَرْفَعْهُ وَقَوْلُهُ «فَلْيُصَلِّهِ مَعَهُ» فَذَلِكَ مُحْتَمَلٌ عِنْدَنَا أَنْ يَفْعَلَ ذَلِكَ عَلَى أَنَّهَا لَهُ تَطَوُّعٌ