শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৬৭৬
নামাযের অধ্যায়
সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৭৬। ইবন আবী দাউদ (রাহঃ) ..... ইয়াযীদ ইবন আবী মারইয়াম তার পিতা আবু মারইয়াম (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ ও তার সাহাবাগন ফজরের সালাত ভুলে ঘুমিয়ে পড়েছিলেন যাতে সূর্যোদয় হয়ে যায়। পরে রাসূলুল্লাহ ﷺ বিলাল (রাযিঃ) কে আযান দিতে নির্দেশ দিলেন। তিনি আযান দিলে তিনি দু'রাকা'আত (সুন্নত) সালাত আদায় করলেন। তারপর তাঁকে ইকামত দিতে বললে, তিনি ইকামত দিলেন এবং তিনি তাঁদেরকে নিয়ে ফরয সালাত আদায় করলেন।
كتاب الصلاة
2676 - وَقَدْ حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ , عَنْ خَالِدٍ , عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ , عَنْ أبيه , قَالَ: «نَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ عَنْ صَلَاةِ الْفَجْرِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ , فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا , فَأَذَّنَ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ , ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ , فَصَلَّى بِهِمُ الْمَكْتُوبَةَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২৬৭৬ | মুসলিম বাংলা