শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৭৭
সালাত ভুলে ঘুমিয়ে পড়লে অথবা আদায় করতে ভুলে গেলে তা কিভাবে কাযা করবে?
২৬৭৭। আবু উমাইয়া (রাহঃ) ..... ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ ﷺ -এর সঙ্গে তাবুক যুদ্ধের (সফরে) ছিলাম। আমরা যখন নরম ও সমতল ভূমিতে পৌছলাম তখন রাসূলুল্লাহ ﷺ বললেন, (আজ) রাতে আমাদেরকে (জাগাবার জন্য) কে পাহারা দিবে? বিলাল (রাযিঃ) বললেন, আমি! রাবী বলেন, যখন সকলে ঘুমিয়ে পড়লে, তিনিও ঘুমিয়ে পড়লেন এমনকি সূর্যোদয় হয়ে গেল। পরে অমুক, অমুক (ব্যক্তি ঘুম থেকে) জাগরিত হলেন। তাঁরা বললেন, তোমরা কথা বলতে থাক যেন তিনি ﷺ জাগরিত হন। তারপর রাসূলুল্লাহ ﷺ জাগরিত হলেন এবং বললেন, তোমরা যা করতে ছিলে তা-ই কর। আর সেই ব্যক্তি অনুরূপ করবে যে সালাত ভুলে ঘুমিয়ে পড়ে কিংবা সালাত আদায় করতে ভুলে যায়।
রাসূলুল্লাহ ﷺ থেকে আলোচ্য বিষয়ে আরো বর্নিত আছেঃ
রাসূলুল্লাহ ﷺ থেকে আলোচ্য বিষয়ে আরো বর্নিত আছেঃ
2677 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى، قَالَ: أنا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ شُعْبَةَ، عَنْ جَامِعِ بْنِ شَدَّادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ. فَلَمَّا كُنَّا بِدَهَاسٍ مِنَ الْأَرْضِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَكْلَؤُنَا اللَّيْلَةَ» قَالَ بِلَالٌ: أَنَا , قَالَ: «إِذًا تَنَامُ» فَنَامَ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ , فَاسْتَيْقَظَ فُلَانٌ وَفُلَانٌ , فَقَالُوا تَكَلَّمُوا حَتَّى يَسْتَيْقِظَ , فَاسْتَيْقَظَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «افْعَلُوا مَا كُنْتُمْ تَفْعَلُونَ , وَكَذَلِكَ يَفْعَلُ مَنْ نَامَ أَوْ نَسِيَ» وَقَدْ رُوِيَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ أَيْضًا
