শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৬৯
নামাযের অধ্যায়
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬৯। ইবন মারযূক (রাহঃ) সাঈদ ইবন ইবরাহীম (রাহঃ) তাঁর পিতা ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার সালাত আদায়কালে তাঁর সম্মুখ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করল। তিনি বলেন, আমি তাকে বাধা দিলাম। সে আমার সম্মুখ দিয়ে যাতায়াতে আমার উপর প্রবল হয়ে গেল। তারপর বিষয়টি আমি উসমান ইবন আফফান (রাযিঃ) -এর নিকট উল্লেখ করলাম, আর তিনি ছিলেন তার পিতা ইবরাহীমের মামা। তিনি বললেনঃ এতে (যাতায়াতে) তোমার ক্ষতি হবে না।
كتاب الصلاة
2669 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ: أَنَّهُ كَانَ يُصَلِّي , فَمَرَّ بَيْنَ يَدَيْهِ رَجُلٌ. قَالَ: فَمَنَعْتُهُ فَغَلَبَنِي إِلَّا أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْ , فَذَكَرْتُ ذَلِكَ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ , وَكَانَ خَالَ ابْنِهِ , فَقَالَ: «لَا يَضُرُّكَ»