শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৭০
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৭০। আলী ইবন আব্দুর রহমান (রাহঃ) ..... ইবরাহীম ইবন আব্দুর রহমান ইবন আউফ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার সালাতে ছিলেন। তাঁর সম্মুখ দিয়ে সুলাইত ইবন আবী সুলাইত যাতায়াত করল। এতে ইবরাহীম (রাহঃ) তাকে টেনে ধরলে সে পড়ে গেল এবং তার মাথা ফেটে গেল। উক্ত ব্যক্তি উসমান ইবন আফফান (রাযিঃ) -এর নিকট (নালিশ নিয়ে) গেল। তিনি আমাকে ডেকে পাঠালেন এবং আমাকে বললেন, কি ব্যাপার? আমি বললাম, সে আমার সম্মুখ দিয়ে যাতায়াত করলে আমি তাকে বাধা দিয়েছি, যেন আমার সালাত বিনষ্ট করে না দেয়। তিনি বললেন, তোমার সালাত বিনষ্ট করে দিবে? আমি বললাম, আপনি ভাল জানেন। তিনি বললেন, এতে সে তোমার সালাত বিনষ্ট করবে না।
2670 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرٍ، أَنَّ بُسْرَ بْنَ سَعِيدٍ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ , حَدَّثَاهُ أَنَّ إِبْرَاهِيمَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ , حَدَّثَهُمَا أَنَّهُ، كَانَ فِي صَلَاةٍ , فَمَرَّ بِهِ سَلِيطُ بْنُ أَبِي سَلِيطٍ , فَجَذَبَهُ إِبْرَاهِيمُ فَخَرَّ فَشُجَّ. فَذَهَبَ إِلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ فَأَرْسَلَ إِلَيَّ فَقَالَ لِي: «مَا هَذَا؟» فَقُلْتُ: مَرَّ بَيْنَ يَدَيْ , فَرَدَدْتُهُ , لِئَلَّا يَقْطَعَ صَلَاتِي. قَالَ: «وَيَقْطَعُ صَلَاتُكَ؟» قُلْتُ: أَنْتَ أَعْلَمُ , قَالَ: «إِنَّهُ لَا يَقْطَعُ صَلَاتَكَ»
