শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৬৬৮
মুসল্লীর সামনে দিয়ে যাতায়াত করা, এটা তার সালাতকে বিনষ্ট করে কিনা?
২৬৬৮। আবু বাকরা (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ কুকুর, গাধা ও স্ত্রীলোক এবং এগুলো ব্যতীত অপরাপর জন্তুসমূহ মুসলমানের সালাতকে বিনষ্ট করবে না, তোমরা যথাসম্ভব যাতায়াতকে প্রতিহত করো।
2668 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا رَوْحٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «لَا يَقْطَعُ صَلَاةَ الْمُسْلِمِ , الْكَلْبُ , وَلَا الْحِمَارُ , وَلَا الْمَرْأَةُ , وَلَا مَا سِوَى ذَلِكَ مِنَ الدَّوَابِّ , وَادْرَءُوا مَا اسْتَطَعْتُمْ»
